X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের কথা ভেবে অনলাইন ক্লাসে যেতে আগ্রহী না ঢাবি

ঢাবি প্রতিনিধি
০৬ মে ২০২০, ১৮:২৭আপডেট : ০৬ মে ২০২০, ১৮:২৯

 শিক্ষার্থীদের অসুবিধার কথা চিন্তা করে অনলাইন ক্লাস পদ্ধতিতে যেতে নারাজ ঢাকা বিশ্ববিদ্যালয়। করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অ্যাকাডেমিক কার্যক্রম অনলাইনে নেওয়ার কথা বলছেন কিছু শিক্ষক, তবে দেশের প্রত্যন্ত অঞ্চলে থেকে এ পদ্ধতিতে সবার সমান অংশগ্রহণ সম্ভব নয় বলে মনে করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তবে, করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম যে সময় পিছিয়ে যাচ্ছে, সেটি পরবর্তীতে কীভাবে পুষিয়ে নেওয়া যায়, সেটি নিয়ে পরিকল্পনা করা হবে বলে জানা গেছে।

উপাচার্য বলেন, ‘করোনা পরিস্থিতে বিশ্ববিদ্যালয় ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় যে সময়টা পিছিয়ে যাচ্ছি, সেটি পরবর্তী সময়ের মধ্যে কীভাবে পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করতে আগামী ১১ মে সব ডিনদের নিয়ে একটি অনলাইন সভার আহ্বান করেছি। সেদিন সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবো। আমরা কত মাস পিছিয়ে গেলাম, তা হিসেব করে পরবর্তীতে পরিকল্পনা করতে হবে। এসব বিষয় নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে।’

অনলাইন ক্লাসের বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি আরও বলেন, ‘অনেকে ঢাকায় থেকে সব সুবিধার মধ্যে থেকে অনলাইনে ক্লাস নেওয়ার কথা বলছেন। তবে যাদের জন্য অনলাইনে ক্লাস হবে, তাদের সবার ক্লাসে অংশ নেওয়ার সুযোগ আছে কিনা, তাও দেখতে হবে। যেখানে শিক্ষার্থীদের পকেটে টাকা, খাবার, ইন্টারনেট অ্যাকসেস, সামাজিক স্থিরতা, সুস্থ মন নেই। সুতরাং এ পরিস্থিতির মধ্যে রেখে অনলাইন ক্লাস নেওয়াটা সমীচীন নয়।’

আর্থিক সাহায্যের জন্য বিশ্ববিদ্যালয়ের পাঁচ হাজার শিক্ষার্থী আবেদন করেছে বলে জানান তিনি। তাদের অ্যালামনাই থেকে সাহায্যের কথা ভাবছে কর্তৃপক্ষ। এছাড়াও এ দুর্দিনে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান উপাচার্য।

 

/এসআইআর/টিটি/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া