X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ঈদে ৬০০ পথশিশু ও অসহায় মানুষকে ব্যক্তি উদ্যোগে খাবার বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২০, ০১:২০আপডেট : ২৬ মে ২০২০, ০৮:২৫

পথশিশু ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে রাজধানীতে রমজান মাসব্যাপী অসহায় মানুষের জন্য খাবারের আয়োজন করার পর ঈদের দিন ৬০০ পথশিশু ও অসহায় মানুষের জন্য খাবার ও উপহারের ব্যবস্থা করেছেন কামরুল হাসান লিংকন। পেশায় তিনি একজন ব্যবসায়ী এবং যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সোমবার (২৫ মে) দুপুরে ধানমন্ডি ৪/এ এলাকায় এই উপহার ও খাবার বিতরণ করেন তিনি।

এর আগে পুরো রমজান মাস তিনি প্রায় সাড়ে ১২ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করেছিলেন। প্রথম রমজান থেকে ১০০ প্যাকেট দিয়ে শুরু করলেও বন্ধুবান্ধবের সহায়তায় ধীরে ধীরে ২০০ প্যাকেট এবং শেষের দিকে ৫০০ প্যাকেট করে খাবার বিতরণ করেন প্রতিদিন।  

শিশুদের দেওয়া হচ্ছে বেলুন কামরুল হাসান লিংকন বলেন, 'রোজার মাসব্যাপী আমরা ইফতারি বিতরণ করেছি। আজ ছিন্নমূল মানুষকে নিয়ে ঈদ উদযাপন করেছি। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, ছোট ভাইসহ সহযোদ্ধারা সহায়তা করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ।'

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, 'আজ ৬০০ মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছি। নিজেরা ঈদের দিন যেরকম খাবার খাই, সেই ধরনের খাবারের ব্যবস্থা করেছি। শিশুদের নতুন কাপড় এবং বেলুন দিয়েছি। জয়ধ্বনি ফাউন্ডেশন আমাদের কাপড় দিয়ে সহায়তা করেছে। খাবারের ব্যবস্থা করতে সহযোগিতা করেছেন এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিম ভাই, ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাসভিরুল হক অনু ভাই, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের মহাসচিব তৌহিদ হোসেনসহ বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা।'

পথশিুদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে লিংকন আরও বলেন, 'যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে সহযোগিতা করে আসছেন তাদের প্রতি কৃতজ্ঞ। সম্রাট, রাসেল ইমরান এবং তাপস—এদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুরো রোজা তারা আমাকে সহযোগিতা করেছেন। এছাড়া দেশ ও বিদেশ থেকে যারা অর্থ দিয়ে সাহায্য করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞ।'

ঈদের দিন খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন—ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান, ধানমন্ডি জোনের এডিসি আবদুল্লাহিল কাফি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাসভিরুল হক অনু, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের মহাসচিব তৌহিদ হোসেন প্রমুখ।

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
সর্মথকদের ‘সরি’ বলেছেন তাসকিন
সর্মথকদের ‘সরি’ বলেছেন তাসকিন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
বরগুনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭
বরগুনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’