X
শুক্রবার, ২৩ মে ২০২৫
৯ জ্যৈষ্ঠ ১৪৩২

কৃষক নিখিলের মৃত্যু: পুলিশের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২০, ১৯:০৫আপডেট : ০৭ জুন ২০২০, ১৯:০৮

নিখিল তালুকদার

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের কৃষক নিখিল তালুকদারের (৩২) ওপরে ‘অমানবিক নির্যাতন এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুতে’ এক যৌথ বিবৃতি দিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন।

রবিবার (৭ জুন) দুপুরে সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদের সই করা বিবৃতিতে অভিযুক্ত কোটালীপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শামিম উদ্দিনের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ প্রচলিত আইনে হত্যা মামলা পরিচালনার দাবি করা হয়। বিবৃতিতে রাজনীতিক, শিক্ষকসহ বিশিষ্ট কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের রামশীল গ্রামের নীলকান্ত তালুকদারের ছেলে কৃষক নিখিল তালুকদার (৩২) অপর তিন জনের সঙ্গে রামশীল বাজারের ব্রিজের পূর্ব পাশে বসে তাস খেলছিলেন। এমন সময় কোটালীপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শামিম উদ্দিন ভ্যানচালক এক যুবককে সঙ্গে নিয়ে সেখানে যান এবং আড়ালে থেকে তাস খেলার দৃশ্য মোবাইলে ধারণ করেন। বিষয়টি বুঝতে পেরে নিখিল তালুকদারের সঙ্গীরা দৌড়ে পালাতে সক্ষম হলেও নিখিলকে এএসআই  শামিম ধরে ফেলেন এবং তাকে প্রচণ্ড মারধর করেন।’

এতে আরও বলা হয়, ‘মারাত্মক আহতাবস্থায় নিখিলকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখিলের মৃত্যু হয়।’

সম্মিলিত সামাজিক আন্দোলন মনে করে, এ ধরনের একটি সংবাদ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের লজ্জিত ও ব্যথিত করেছে। একইসঙ্গে এমন ঘটনা একটি দায়িত্বশীল রাষ্ট্রীয় বাহিনীর জন্য কলঙ্কজনকও বলে জানায় সংগঠনটি।

বিবৃতিতে অভিযোগ করা হয়,  ‘মারধরের ফলে মেরুদণ্ডে মারাত্মক আঘাতজনিত  কারণে নিখিল তালুকদারের মৃত্যু হয়েছে, যা একটি হত্যাকাণ্ড। ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটি ভীত-সন্ত্রস্ত জীবন-যাপন করছে। এ ধরনের একটি মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত কোনও মামলা হয়নি। এমনকি লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়নি এবং  স্থানীয় ও প্রশাসনের পক্ষ থেকে ন্যায়বিচারের লক্ষ্যে কোনও প্রকার ব্যবস্থা, কিংবা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে তাদের আশ্বস্তও করা হয়নি, যা আমাদের বিক্ষুব্ধ করেছে।’

এতে বলা হয়, নিখিল তালুকদার হত্যার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনও প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে এবং এই হত্যাকাণ্ডের ঘটনার সমঝোতা প্রচেষ্টা মানবতাবিরোধী ও আইনের শাসনের পরিপন্থী। এমতাবস্থায় আমরা অনতিবিলম্বে নিখিল তালুকদারের (৩২)হত্যার ঘটনায় আইনানুগ প্রতিকারের লক্ষ্যে কোটালীপাড়া থানায় হত্যা মামলা দায়ের, লাশের ময়নাতদন্ত সম্পন্নসহ ঘটনার নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করা, হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ প্রচলিত আইনে হত্যা মামলা পরিচালনার দাবি করছি।’

বিবৃতিতে ২৪ জন বিশিষ্ট নাগরিকের নাম উল্লেখ করা হয়েছে। এরা হলেন— ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সদস্য সচিব ড. নুর মোহাম্মদ তালুকদার,  বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি এস.এম.এ সবুর, নারী নেত্রী খুশী কবির, রোকেয়া কবির, অর্থনীতিবিদ এম এম আকাশ, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন:


পুলিশের আঘাতে মৃত্যু, ৫ লাখ টাকায় মীমাংসার অভিযোগ

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় রাজশাহীতে ৭৪৮ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় রাজশাহীতে ৭৪৮ জনের বিরুদ্ধে মামলা
গতি ফিরছে না অর্থনীতিতে, চ্যালেঞ্জে নতুন বাজেটও
গতি ফিরছে না অর্থনীতিতে, চ্যালেঞ্জে নতুন বাজেটও
গাইবান্ধায় সাবেক ছয় এমপিসহ আ.লীগের ৮৫ নেতার বিরুদ্ধে মামলা
গাইবান্ধায় সাবেক ছয় এমপিসহ আ.লীগের ৮৫ নেতার বিরুদ্ধে মামলা
উদ্ভূত পরিস্থিতিতে তাসনিম জারা ও উমামার ফেসবুক পোস্ট
উদ্ভূত পরিস্থিতিতে তাসনিম জারা ও উমামার ফেসবুক পোস্ট
সর্বাধিক পঠিত
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
নওগাঁয় আম পাড়া শুরু, আম্রপালি পাওয়া যাবে কবে
নওগাঁয় আম পাড়া শুরু, আম্রপালি পাওয়া যাবে কবে
আগস্টে সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পূর্ণাঙ্গ তালিকা দিলো সেনাবাহিনী
আগস্টে সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পূর্ণাঙ্গ তালিকা দিলো সেনাবাহিনী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে