X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ইউজিসি’র সদস্য পদে নিয়োগ পেলেন রাবি অধ্যাপক বিশ্বজিৎ চন্দ

রাবি প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:১০

রাবি অধ্যাপক বিশ্বজিৎ চন্দ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ চন্দ। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়। তার সঙ্গে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক আবু তাহের।

 প্রজ্ঞাপনে বলা হয়, আগামী চার বছরের জন্য রাবি অধ্যাপক বিশ্বজিৎ চন্দ ও চবি’র ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক আবু তাহেরকে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে সরকার প্রয়োজন মনে করলে এই নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেও সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 অধ্যাপক বিশ্বজিৎ চন্দ জানান, বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় থেকে ফোন করে ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি তাকে নিশ্চিত করা হয়। যোগদান করতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলেও জানান তিনি।

অধ্যাপক বিশ্বজিৎ বলেন, আসলে এটি কেবল আমার জন্য নয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মানের। সবার কাছে দোয়া প্রার্থনা করি যাতে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি।

 প্রসঙ্গত, অধ্যাপক বিশ্বজিৎ চন্দ লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার বাবা নারায়ণ চন্দ্র চন্দ খুলনা-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। মা ঊষা রাণী চন্দ্র একজন স্কুলশিক্ষিকা।

কর্মজীবনে অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য, রাবি আইন অনুষদের দুই মেয়াদে ডিন, সেন্টার অব এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিয়ের পরিচালক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

/টিএন/
সম্পর্কিত
নির্দেশনা না মেনে বিদ্যালয় খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
সর্বশেষ খবর
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
গোল খরা কাটিয়ে আল নাসরকে ফাইনালে তুললেন রোনালদো
গোল খরা কাটিয়ে আল নাসরকে ফাইনালে তুললেন রোনালদো
থাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীথাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি