X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

শাহজালালের এপ্রোন এলাকায় বিপজ্জনক বস্তু অপসারণে মহড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২০, ০৩:০১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৭

শাহজালালের এপ্রোন এলাকায় বিপজ্জনক বস্তু অপসারণে মহড়া বিমানবন্দরের এপ্রোন এলাকায় বিপজ্জনক বস্তু অপসারণে মহড়া করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরে বিভিন্ন সংস্থায় কর্মরত ২৫০জন এ মহড়ায় অংশ নেন। বৃহস্পতিবার এ মহড়ায় অংশগ্রহকারীদের মধ্যে ১২ জনকে দেওয়া হয় পুরস্কার। 

বিমান অবতরণের পর রানওয়ে থেকে এপ্রোন এলাকায় এসে পার্কিং করা হয়। একইভাবে পার্কিং থেকে এপ্রোন হয়ে রানওয়েতে ওঠে বিমান। এপ্রোনে ইটের টুকরো, পাথর, চাকার ছিঁড়ে যাওয়া টায়ারে অংশসহ ছোট ছোট বস্তু অনেক সময় বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। নিরাপদ যাত্রার জন্য এপ্রোন পরিচ্ছন্ন রাখতে ব্যস্ত সময় কাটাতে হয় বিমানবন্দরের কর্মীদের। এ মহড়ার মধ্যে দিয়ে বিমানবন্দরে কর্মরতরা যেন এপ্রোনে নিজে থেকেই পরিরচ্ছন্নতায় অংশ নেন এবং এপ্রোনে বিপজ্জনক বস্তু ফেলা থেকে বিরত থাকেন- এ সচেতনতা বাড়তে এই মহড়া করা হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান প্রধান অতিথি হয়ে এ মহড়ায় অংশ নিন। তিনি নিজেও এপ্রোন থেকে বিপজ্জনক বস্তু অপসারণ করেন।        

মহড়ায় অংশগ্রহনকারীদের মধ্যে ৬টি ক্যাটাগরিতে ১২ জনকে পুরস্কার দেওয়া হয়। মহড়া শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেবিচক চেয়ার‌ম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান বলেন, এই ড্রিল এয়ারপোর্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীবন ও সম্পদ খুবই গুরুত্বপূর্ণ। ৪ মিলিয়ন থেকে ১৩ মিলিয়ন পর্যন্ত ক্ষতি হয়েছে বিমানবন্দরে বিপজ্জনক বস্তুর জন্য। সম্প্রতি ফ্রান্স এয়ারলাইনসের বিমান দুর্ঘটনা পড়েছিল, এমন বস্তুর জন্য। সব ধরনের ক্ষতি থেকে বাঁচতে পারবো, যদি একটু সচেতন হই।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় রানওয়ে, এপ্রোন এরিয়া খুবই গুরুত্বপূর্ণ। রানওয়ে ও এপ্রোন এরিয়া পরিষ্কার রাখতে সবার সহায়তা প্রয়োজন। আমরা সকলে বিমান উড্ডয়ন-অবতরণের পথ যাতে পরিচ্ছন্ন থাকে সেই চেষ্টা অব্যাহত রাখবো।

এয়ারলাইন্স অপারেটরস এসোসিয়েশনের চেয়ারম্যান দিলারা আহমেদ বলেন,  বিমানবন্দর নিরাপদ  হলে যাত্রীদের যাত্রাও নিরাপদ হবে। নিরাপদ বিমানবন্দরের জন্য এপ্রোন পরিচ্ছন্ন রাখা জরুরি। প্যাসেঞ্জারদের নিরাপত্তার জন্য এই মহড়া গুরত্বপুর্ণ ভূমিকা রাখবে। সবাইকে সচেতনভাবে এই কাজটি করতে হবে।

অনুষ্ঠানে বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা)  এয়ার কমডোর মো. খালিদ হোসেন, সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড এন্ড রেগুলেশন্স) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মোঃ জিয়াউল কবীর, প্রধান প্রকৌশলী মো. আবদুল মালেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল, এভসেক পরিচালক ওবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/সিএ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ