X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিআরটিএ’র অভিযানে ৮৬ মামলা, ১১ যানবাহনের কাগজপত্র জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৮:২১

বিআরটিএ গণপরিবহনের নানা অনিয়মের বিরুদ্ধে রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে নতুন সড়ক পরিবহন আইনে ৮৬টি মামলায় এক লাখ ৩৬ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ১১টি যানবাহনের কাগজপত্র জব্দ করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানী ঢাকার আমিনবাজার, রমনা, গাবতলী, মেট্রো সার্কেল-১, ডেমরা স্টাফ কোয়ার্টার, তেজগাঁও, কলেজগেট, মোহাম্মদপুর, উত্তরা এবং চট্টগ্রাম মহানগরীর টেক্সটাইল মোড়, মুরাদপুর ও কাস্টমস মোড়  এলাকায় এসব আদালত পরিচালিত হয়।

বিআরটিএ’র উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মাদ আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিআরটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফেরদৌস ইসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে  চারটি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রমনা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা কাজীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে ৮টি মামলায় ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে। এসময় ৩টি মোটরযানের কাগজপত্র জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত মেট্রো সার্কেল-১ এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি মামলায় ১৮ হাজার টাকা জরিমানা আদায় করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর নেতৃত্বে পরিচালিত আদালত ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৭টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ সাদিয়া তাজনীনের ভ্রাম্যমাণ আদালত তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের আদালত কলেজগেট ও মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে  ৬টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় ৬টি মোটরযানের কাগজপত্র জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবের আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে ৮টি মামলায় ৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরে জামান চৌধুরীর নেতৃত্বে পরিচালিত আদালত চট্টগ্রাম মহানগরীর টেক্সটাইল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৯টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাসের আদালত চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৭টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত আদালত চট্টগ্রাম মহানগরীর কাস্টমস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ২০টি মামলায় ১৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করে। এসময় তিনি ২টি মোটরযানের কাগজপত্র জব্দ করা হয়।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী