X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘বিদেশফেরত কর্মীরা আর্থ-সামাজিকভাবে পুনর্বাসিত হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২০, ২২:২০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০১:১৩

 

‘বিদেশফেরত কর্মীরা আর্থ-সামাজিকভাবে পুনর্বাসিত হচ্ছে’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশফেরত কর্মীদের দেশের অভ্যন্তরে আর্থ-সামাজিকভাবে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ৭০০ কোটি টাকার ঋণ তহবিল গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের আয়োজনে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মীদের ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

ইমরান আহমদ বলেন, ‘অধিক সংখ্যক প্রবাসী কর্মীকে ঋণ সুবিধা দিতে ঋণের শর্তাবলি সহজ ও শিথিল করা হয়েছে। বিদেশফেরত কর্মীদের মধ্যে যারা আবারও বিদেশে যেতে চান, তাদের জন্য যথাযথ প্রশিক্ষণ ও সনদায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘বিদেশফেরত কর্মীদের সনদায়নের ব্যয় নির্বাহ করবে সরকার।’

বিদেশে মৃত কর্মীর অসহায় পরিবারকে পুনর্বাসন ঋণের আওতায় আনা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে এই ঋণের সদ্ব্যবহার করলে এর সুফল মিলবে।’

মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ‘করোনাভাইরাসের কারণে বৈশ্বিক শ্রমবাজার চ্যালেঞ্জের মুখোমুখি। এর প্রভাবে বাংলাদেশের কর্মীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের পুনর্বাসনের জন্য এ ঋণ সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের জন্য উদ্যোগ তারা যেন সব ধরনের সুবিধা পান সেদিকে লক্ষ রাখতে হবে।‘

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহীদুল আলমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান বেগম শামছুন নাহার, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সফিউর রহমান সফি। এতে উপকারভোগীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন মামুন মিয়া।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা