X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

শিক্ষানবিশ আইনজীবীদের বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই

বাহাউদ্দিন ইমরান
২৭ অক্টোবর ২০২০, ১৯:৫৪আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২১:০৬




শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন (ফাইল পটো)

আইনের শাসন প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আইন বিষয়ে পড়াশোনা করেও অবহেলিত শিক্ষানবিশ আইনজীবীরা। করোনা মহামারির কারণে এই শিক্ষানবিশদের আইনজীবী হওয়ার স্বপ্ন ভূ-লুণ্ঠিত হওয়ার পথে। সে কারণে করোনা সংক্রমণের মাঝে লিখিত পরীক্ষা বাতিল চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এমসিকিউ উত্তীর্ণ ১৩ হাজার শিক্ষানবিশ আইনজীবী। রোদ-বৃষ্টি উপেক্ষা করে ভাইভা দিয়ে আইনজীবী হওয়ার স্বপ্নে আন্দোলন-অনশনে অনেকটাই ক্লান্ত আইনের এই শিক্ষার্থীরা। তবে সার্বিক পরিস্থিতি অনুকূলে না আসায় নড়েচড়ে বসতে শুরু করেছে আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল।

জানা গেছে, বার কাউন্সিল থেকে আগে শুধু মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমে আইনজীবীদের সনদ প্রদান করা হতো। কিন্তু আইন শিক্ষার্থীদের চাপ বাড়তে থাকায় বর্তমানে আইনজীবী হতে হলে নৈর্ব্যক্তিক (এমসিকিউ), লিখিত ও মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আবার নতুন নিয়ম অনুসারে, ওই তিন ধাপের যেকোনও একটি পরীক্ষায় শিক্ষার্থীরা একবার উত্তীর্ণ হলে পরবর্তী পরীক্ষায় তারা দ্বিতীয় ও শেষবারের মতো অংশগ্রহণের সুযোগ পান। 


বার কাউন্সিল আরও জানায়, শিক্ষার্থীরা দ্বিতীয়বারেও অনুত্তীর্ণ হলে তাদের পুনরায় শুরু থেকেই পরীক্ষায় অংশ নিতে হয়। সে অনুসারে ২০১৭ সালে ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্যে থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মতো বাদ পড়া ৩ হাজার ৫৯০ শিক্ষার্থী এবং ২০২০ সালে প্রায় ৭০ হাজার শিক্ষানবিশ আইনজীবীর মধ্যে এমসিকিউ উত্তীর্ণ ৮ হাজার ৭৬৪ শিক্ষার্থীসহ সর্বমোট ১২ হাজার ৮৫৮ জন সনদ প্রত্যাশী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এদিকে প্রায় তিন বছর পর গত ২৮ ফেব্রুয়ারি এমসিকিউ পরীক্ষা নিয়েছিল বাংলাদেশ বার কাউন্সিল। এরপর করোনার মাঝে তারিখ নির্ধারণ করেও কাঙ্ক্ষিত হল (পরীক্ষার হল) না পেয়ে লিখিত পরীক্ষা স্থগিত করা হয়। ফলে অনিশ্চয়তার মাঝে শিক্ষানবিশ আইনজীবীরা বেকার দিনযাপন শুরু করেন। তাই করোনাকালে এমসিকিউ উত্তীর্ণ শিক্ষানবিশদের লিখিত পরীক্ষার অপেক্ষায় না থেকে সরাসরি ভাইভা নিয়ে সনদ প্রদানের দাবি জানান তারা। কিন্তু বার কাউন্সিল শিক্ষার্থীদের দাবির বিষয়ে কোনও গ্রাহ্য না করায় আন্দোলনকারীরা বিষয়টি আইনমন্ত্রীর নজরে আনেন। 

এ বিষয়ে জানতে চাওয়া হলে আইনমন্ত্রী আনিসুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিছু শিক্ষানবিশ আমার সঙ্গে দেখা করেছিল। আমি তাদের বলেছি, ব্যাপারটা (লিখিত পরীক্ষা বাতিলের বিষয়) আমার মন্ত্রণালয়ের অধীনে না। সবাই জানে, বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমি শিক্ষানবিশদের বক্তব্য শুনেছি। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিক্ষানবিশদের বক্তব্য সঠিকভাবে বার কাউন্সিলের কাছে পৌঁছে দিয়েছি। এমনকি আমি অ্যাটর্নি জেনারেলসহ বারের অন্য সদস্যদেরও বিষয়টি অবহিত করেছি।’ 

বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি খুব শিগগিরই একটি সিদ্ধান্ত শিক্ষানবিশদের কাছে পৌঁছে দেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন আইনমন্ত্রী।

তাহলে করোনা পরিস্থিতির কারণে লিখিত পরীক্ষা বাতিল হচ্ছে কিনা জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘এ বিষয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করে লাভ নেই। এ বিষয়ে তো আমি সিদ্ধান্ত নেবো না ’

আইনমন্ত্রীর কাছে আরও জানতে চাওয়া হয়, আশ্বাস দেওয়ার পরও শিক্ষানবিশ আইনজীবীদের অনশন ভাঙাতে যাননি কেন? জবাবে তিনি বলেন, ‘তাদের তো এখন তেমন অনশন নেই। তারপরও কয়েকজন অনশন করছেন। সেখানে বার কাউন্সিল এসে তাদের উঠিয়ে (অনশন ভাঙাবেন) দেবেন বলে আশা করি। আমি কেন যাবো?’  

একই বিষয়ে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষানবিশদের বিষয়ে আইনমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। খুব দ্রুত এনরোলমেন্ট কমিটি আলোচনায় বসবে। সে আলোচনায় কী কী সিদ্ধান্ত গ্রহণ করা হবে, তা এনরোলমেন্ট কমিটির সদস্যদের ওপর নির্ভর করছে।’

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
পুলিশের গাড়ি থেকে বিএনপি প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ
পুলিশের গাড়ি থেকে বিএনপি প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ