X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

করোনামুক্ত সনদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে না বেবিচক: স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২০, ২১:৪৯আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:৫১

স্বাস্থ্য অধিদফতর

কোভিডমুক্ত সনদ নেই— এমন যাত্রীদের যেনো কোনও বিমান কর্তৃপক্ষ পরিবহন না করে, সে বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও তারা কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. শাহনীলা ফেরদৌসী।

বুধবার ( ২৫ নভেম্বর) ‘কোভিড-১৯ এবং স্বাস্থ্যবিষয়ক হালনাগাদ তথ্য অবহিতকরণ সভায়’ তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. শহানীলা ফেরদৌসী বলেন, ‘করোনামুক্ত সনদ ছাড়া বিদেশ থেকে যারা আসছেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদের দিয়াবাড়িতে কোয়ারেন্টিন করা হয়। তবে আগামীতে যাত্রীর সংখ্যা এতই বেশি হবে যে, তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করা একটি চ্যালেঞ্জ। এক্ষেত্রে এসব যাত্রীকে আন্তর্জাতিক প্রবশপথে কোভিড-১৯ পরীক্ষা করাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তবে এক্ষেত্রে কোভিডমুক্ত সনদ নেই— এমন যাত্রীদের যেনো কোনও বিমান কর্তৃপক্ষ পরিবহন না করে, সে বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও তারা কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেও জানান তিনি।

বিদেশ থেকে আসা যাত্রীদের মাধ্যমে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে আসার নিয়ম রয়েছে। কিন্তু অনেক যাত্রী টেস্ট ও রিপোর্ট ছাড়াই দেশে আসছেন। এসব যাত্রী নিয়ম না মানলে জরিমানা করা যেতে পারে বলে জানিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

গত ২২ নভেম্বর জাতীয় পরামর্শক কমিটির ২২তম সভায় জরিমানা করার সুপারিশসহ আরও কিছু সুপারিশ করা হয়। কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। কমিটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক যাত্রী করোনা টেস্ট ও রিপোর্ট ছাড়া দেশে আসছেন। এই যাত্রীদের কোয়ারেন্টিনে রাখার জন্য প্রতি দিন এক হাজার টাকা করে যাত্রীপ্রতি ১৪ হাজার টাকা সরকারের খরচ হচ্ছে। যাত্রীদের জন্যও ১৪ দিনের কোয়ারেন্টিন কষ্টকর হচ্ছে। আর এজন্য সরকারিভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব এয়ারলাইন্সকে যাত্রার ৭২ ঘণ্টা আগে কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ রিপোর্ট ছাড়া যাত্রীদের নিয়ে আসতে নিষেধ করা প্রয়োজন। যাত্রীদের কোভিড টেস্ট করাতে হবে আরটি-পিসিআরের মাধ্যমে। এই নিয়ম কঠোরভাবে পালন করতে হবে। বিমানবন্দর (বিশেষত ঢাকা), সমুদ্রবন্দর ও স্থলবন্দরগুলোতে করোনার রিপোর্ট চেক করা বাধ্যতামূলক করতে হবে। যাত্রীদের ভুয়া রিপোর্ট সম্পর্কেও সতর্ক থাকতে হবে।

কমিটি জানায়, কোনও কারণে রিপোর্ট ছাড়া যাত্রী আসলে তাকে কোয়ারেন্টিনে রাখা হবে। তাদেরকে এক থেকে দুই দিনের মধ্যে বিশেষ ব্যবস্থায় টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্ট আসলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে ছেড়ে দেওয়া যেতে পারে। তবে প্রশাসনের তত্ত্বাবধানে তাদের বাড়িতে কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। আর রিপোর্ট পজিটিভ হলে তাকে হাসপাতালে আইসোলেশনে রাখতে হবে।

 

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
বরগুনায় আবারও ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে আক্রান্ত ১০২
বরগুনায় আবারও ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে আক্রান্ত ১০২
খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল