X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

দিনে ৫০ হাজার করোনা পরীক্ষার সক্ষমতা রয়েছে: স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ০৫:০৭আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১১:২০

করোনাভাইরাস দেশে একদিনে করোনাভাইরাসের ৫০ হাজার নমুনা পরীক্ষা করার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রয়েছে পুরোপুরি চিকিৎসা করার সক্ষমতা। তাদের কাজে রাখ-ঢাক নেই বলেও মন্তব্য স্বাস্থ্য অধিদফতরের।

বুধবার (২৫ নভেম্বর) ‘কোভিড-১৯ এবং স্বাস্থ্য বিষয়ক হালনাগাদ তথ্য অবহিতকরণ সভা’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা জানানো হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশীদ আলমের সভাপতিত্বে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও অতিরিক্ত মহাপরিচালক (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর করোনাভাইরাস নিয়ে করা ‘করোনাভাইরাস সংকট মোকাবিলায় সুশাসনের চ্যালেঞ্জ-দ্বিতীয় পর্ব’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ করে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

দেশে করোনার পরীক্ষাগার এবং নমুনা সম্প্রসারণের ঘাটতি বিষয়ক টিআইবির প্রতিবেদনের পরিপ্রক্ষিতে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস-ম্যানেজমেন্টমেন্ট ইনফরমেশন সিস্টেম) ডা. হাবিবুর রহমান বলেন, কোনও অবস্থাতেই এখানে ঘাটতি নেই। শুরুতে একটি পরীক্ষাগার থাকলেও বর্তমানে ১১৭টি ল্যাবে পরীক্ষা হচ্ছে।

বর্তমানে দেশে ১৫ থেকে ১৬ হাজার যমুনা পরীক্ষা হচ্ছে। কিন্তু আরটি-পিসিআর ল্যাবের মাধ্যমে আমাদের প্রতিদিন প্রায় ৫০ হাজার পরীক্ষা করার সক্ষমতা রয়েছে। তাই টিআইবির বলা, পরীক্ষা সম্প্রসারণে ঘাটতি রয়েছে-এটা আমরা স্বীকার করছি না, বলেন বলেন হাবিবুর রহমান।

প্রতিবেদনে উল্লেখ করা, সব জায়গায় সমানভাবে আরটি-পিসিআর ল্যাব বণ্টন করা হয়নি বক্তব্যের প্রতিবাদ করে তিনি বলেন, আরটি-পিসিআর ল্যাব সব জেলায় প্রতিষ্ঠা করা একটি বড় চ্যালেঞ্জ। সব জায়গায় বায়োসেফটি লেভেল মেইনটেইন করা সম্ভব নয় অথবা কস্টলি। তাই সেটা শহরাঞ্চলে করা হয়েছে এমন কি জেলা পর্যায়েও সম্প্রসারণ করা হয়েছে। সব জেলাতেই আরটি-পিসিআর ল্যাব সম্প্রাসরণের পরিকল্পনা রয়েছে।

/জেএ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ