X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

সরকারের শর্ত আগে জানলে রিস্ক নিতাম না: পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২১, ২১:৫০আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২১:৫০

ভ্যাকসিন আমদানি বিষয়ে সরকার যে শর্ত দিয়েছে সেটি আগে জানলে বেক্সিমকো রিস্কে যেত না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। রবিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় তার গুলশানের বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি।

নাজমুল হাসান পাপন বলেন, ইনিশিয়ালি আমরা যখন করেছিলাম আমাদের ধারণা ছিল কিছু লাভ তো থাকবেই। আমরা সরকারের কাছে চেয়েছিলাম ১ ডলার। অক্সফোর্ডের ভ্যাকসিন সরকার সরাসরি নিচ্ছে। এখানে সবাই ভাবছে আমাদের মাধ্যমে। ভ্যাকসিনের মূল্য কিন্তু সরকার সরাসরি ঠিক করেছে। আমাদের তো কমিশন একটা লাগবে। আমাদের দেশে যে ওষুধ আসে তার ২০ শতাংশ কমিশন পায় আমদানিকারক। তাই আমরা চিন্তা করেছি যে ৮০ পয়সায় (আমেরিকান ডলার) এমনিতেই পেয়ে যাবো। আর সেখানে কোনও দায় দায়িত্ব নাই, কাজ নাই। সেই জায়গায় আমরা ১ ডলার চেয়েছিলাম সেফসাইডে থাকার জন্য।’

তিনি আরও বলেন, ‘সরকার সেটা মেনে নিয়ে যে শর্ত দিয়েছে সেটা যদি আগে জানতাম আমরা অবশ্যই এর মধ্যে যেতাম না। এই শর্ত মেনে ১ ডলারে এই রিস্ক কেউ নেবে বলে আমার মনে হয় না। তারপরও লাভ হতে পারে সেটা জানি না তো। লসের চান্সটা শুধু একটু চিন্তা করেন। যদি কোল্ড চেইন মেইনটেইন না হয়, বোতল ভাঙা থাকে, খালি থাকে, আমার কিন্তু সরকারকে দিতে হবে। আমাকে ৮ ডলারেই কিনে দিতে হবে। আমি কিন্তু ৩ ডলারে কিনতে পারবো না।’

তিনি আরও বলেন, সব জেলায় আমাদের পৌঁছাতে হবে ভ্যাকসিন। শুধু পৌঁছানো নয়, কোথাও কোল্ড চেইন ব্রেক হয়নি সেটা আমাদের প্রমাণ করতে হবে। এখন ধরা যাক কোনও শিপিং কার্টনে বাইরের দিকে ঠিক আছে। খোলার পর দেখা গেল ভেতরে দুই তিনটা ভাঙা। সবসময় কেনার পরিমাণের সঙ্গে অতিরিক্ত কয়েক শতাংশ সরকার ক্রয়ের আগে ধরে। কিন্তু সরকার একদম ৩ কোটি ডোজই হিসাব করেছে এই ভ্যাকসিনের ক্ষেত্রে। এখন যদি ড্যামেজ হয় কিংবা কোনও এক্সিডেন্টে ক্ষতি হয় এর সব দায় বেক্সিমকোর।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার