X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

দেহ ব্যবসার অভিযোগে মানবপাচারের মামলা কেন জানতে এসআইকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ১৮:৩২আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৮:৪৪

গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগে দুই নারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা না করে মানবপাচার আইনে মামলা করার ব্যাখ্যা জানাতে পুলিশ কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানার এসআই মাছুমের রহমানকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে ওই দুই নারীকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ওই দুই আসামির জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৫ জানুয়ারি) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী অশোক কুমার বনিক। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ বলেন, চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানার মোহাম্মদপুরে আবেদ মঞ্জিলের তৃতীয় তলায় অভিযুক্ত দুই নারী দেহব্যবসা শুরু করেন। তারা ওই ভবনে গার্মেন্টসের নিরীহ শ্রমিকদের ভালো চাকরির প্রলোভন দেখিয়ে পতিতাবৃত্তিতে নিযুক্ত করতেন। অনেককে জোর করে এ কাজ করতে বাধ্য করেন। পরে ওই ঘটনাটি পুলিশের নজরে আসে।

তিনি জানান, গত ৭ নভেম্বর পুলিশ ওই ভবন থেকে ভিকটিমদের উদ্ধার করেন। এসময় অভিযুক্ত দুই নারীকে গ্রেফতার করেন এস আই কাজী মাছুমের রহমান। তাদের বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন ওই এসআই। কিন্তু মামলাটি করা উচিত ছিল নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৫ ধারায়। এ কারণে আদালত উদ্বেগ প্রকাশ করেন এবং ভিন্ন আইনে মামলা করায় পুলিশের ওই কর্মকর্তার ব্যাখ্যা শুনতে তলব করেছেন।

 

/বিআই/এফএস/
সম্পর্কিত
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
সর্বশেষ খবর
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে