X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ডাকাত ও ছিনতাইকারীদের ‘আশ্রয়দাতা’ মালা গ্রেফতার

বাংলা ট্রিবিইউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২১, ১৫:৫৪আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৬:১৫

রাজধানীতে অন্তত ১০টি ছিনতাইকারী গ্রুপের ‘আশ্রয়দাতা’ কোহিনুর বেগম ওরফে মালাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ। তবে মালার স্বামী ইয়াসিনকে এখনও খুঁজে পায়নি পুলিশ। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) মুগদা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদের আশ্রয়দাতা এই নারীসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, রাজধানীর মুগদা এলাকায় তিনি একটি বাসা ভাড়া করে থাকেন। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তিনি রাজধানীর ডাকাত দলের সর্দার। মালার বাসায় বিভিন্ন ডাকাত ও ছিনতাইকারীরা আশ্রয় নেয়। তার বাসাতেই ডাকাতি ও ছিনতাইয়ের বিভিন্ন মালামাল ভাগ-বাটোয়ারা হয়। এমনকি কোনও ডাকাত-ছিনতাইকারী গ্রেফতার হলে এই মালাই আদালত থেকে ছাড়িয়ে আনতে টাকা-পয়সা খরচ করে তদবির করেন।

মঙ্গলবার গ্রেফতারকৃতরা হলেন, কোহিনুর বেগম ওরফে মালা (আশ্রয়দাতা), রাসেল মাহমুদ, মো. মাসুদ মিয়া, শামীম, মো. আমিনুল ইসলাম হৃদয়, পারভেজ, শহিদুল, বাবু ওরফে ব্লেড বাবু, ও মো. জয় মিয়া। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও দুটি ছোরা উদ্ধার করা হয়।

পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বলেন, ‘ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদের আশ্রয়দাতা মালাসহ ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগ। মঙ্গলবার (২৬ জানুয়ারি) মুগদা থানা এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘মালার নামে একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে। এমনকি শাহবাগে ডাকাতির পর হত্যার ঘটনাতেও মালার নাম উঠে আসে।’

তিনি বলেন, ‘মালা ও তার স্বামী দীর্ঘদিন যাবৎ ডাকাত দলের পৃষ্ঠপোষকতা করে আসছিল। ডাকাত দলের কোনও সদস্য কখনও গ্রেফতার হলে বা কোনও বিপদে পড়লে তাদের জামিন করার ব্যবস্থাসহ সব ধরনের সহযোগিতা করে থাকে তারা। তাদের এই সহযোগিতার জন্য তারা লুণ্ঠিত মালামালের একটি বড় অংশের ভাগ নেয়।’

ডাকাতির ঘটনায় প্রভাবশালীরা ডাকাতদের পৃষ্ঠপোষকতা করতো কিনা এবং তারা আইনের আওতায় আসবে কিনা এমন প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা বলেন, ‘ডাকাতদের প্রভাবশালী কেউ পৃষ্ঠপোষকতা করতো না। তবে কয়েকজনকে পেয়েছি যারা তাদের বিভিন্নভাবে সহায়তা করতো। তাদের আমরা আইনের আওতায় আনবো।’

এদিকে গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মিশু বিশ্বাস বাংলা ট্রিবিউনকে জানান, প্রায় তিন বছর ধরে রাজধানীর ছিনতাইকারী বড় বড় চক্রকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আসছে এই মালা-ইয়াসিন দম্পতি। সম্প্রতি হাইকোর্ট এলাকায়  জাসদ নেতা মো. হামিদুলকে হত্যা করে ছিনতাইকারীরা। এরপর তারা এই দম্পতির কাছে সাহায্য চেয়েছিল। সে অনুযায়ী কাজও শুরু করেছিল মালা-ইয়াসিন। এই দম্পতি ছিনতাইকারীদের থাকা-খাওয়ার ব্যবস্থাসহ ছিনতাইয়ের পণ্য ক্রয়-বিক্রয় করে। আবার যখন কোনও ছিনতাইকারী পুলিশের হাতে গ্রেফতার হয় তখন তারা আইনজীবী ঠিক করে আইনি সহযোগিতাও দিয়ে থাকে। আমরা এখন তার পলাতক স্বামীকে খুঁজছি।

গোয়েন্দা পুলিশ বলছে, মালার বাড়ি পটুয়াখালীর গলাচিপায়। ছোটবেলায় কারওয়ান বাজারে সবজি কুড়াতেন। পরে একপর্যায়ে নাট্যমঞ্চে চলে যান। সেখানেই তার বিয়ে হয়। কিন্তু সে সংসার বেশি দিন টেকেনি। প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। দ্বিতীয় স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়। এখন তৃতীয় স্বামীর সংসার করছেন মালা। এই স্বামীর নাম ইয়াসিন। ছিনতাইকারীরা সফলভাবে ছিনতাই করতে পারলে তাদের বাসায় ইয়াবার আসরও বসাতো।

আরও পড়ুন-

মালা-ইয়াসিন দম্পতিকে খুঁজছে গোয়েন্দা পুলিশ

/এআরআর/এসএইচ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস