X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

মুজিববর্ষে বৃক্ষরোপণের কথা বলে ‘বনবন্ধু’ ইকবালের কোটি টাকার প্রতারণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৯

মুজিববর্ষে গাছ লাগানোর কথা বলে ৪০ হাজার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর বাণী সংবলিত চিঠি পাঠিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে জাহিদুর রহমান ইকবাল নামের এক প্রতারক। সে নিজেকে ‘বনবন্ধু’ নামে পরিচয় দেয়। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুণ-অর-রশীদ তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, শুধু এই প্রতারণাই না, ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার কথা বলেও অসংখ্য মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক। পুলিশের উপ-কমিশনার (ডিসি) হারুণ-অর-রশীদ

ডিসি হারুণ-অর-রশীদ বলেন, ‘গত ৩০ বছর ধরে কাওরান বাজার এলাকায় জাহিদুর রহমান ইকবাল প্রতারণা করে আসছে। সে জাহিদুর ট্রি প্লান্টেশন নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে নিজের পরিচয় দিতো। অবৈধভাবে সিল তৈরি ও সংরক্ষণ করে মুজিববর্ষের লোগো ও প্রধানমন্ত্রীর বাণী ব্যবহার করাই তার বর্তমানে মূল প্রতারণা। সে প্রায় ৪০ হাজার ব্যবসা প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়েছে। এর মাধ্যমে সে তাদের কাছ থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নিয়েছে। কনসালটেন্ট গ্রুপ লিমিটেড, এসএমই কনসালটেন্ট লিমিটেড, ইইএফ কনসালটেন্ট লিমিটেড নামে তিনটি অবৈধ কোম্পানির চেয়ারম্যান এবং সিইও হিসেবে নিজেকে দাবি করে সে। এই কোম্পানিগুলোর কোনও বৈধ কাগজপত্রও ইকবাল দেখাতে পারেনি। তাছাড়া বাংলাদেশ ব্যাংকের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন লোন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আত্মসাৎ করেছে সে।’ জাহিদুর রহমান ইকবালের কাছ থেকে জব্দ করা গাড়ি

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘তার বিরুদ্ধে আমরা শত শত অভিযোগ পেয়েছি। আমরা যখন তার কাছে গেলাম, সে তখন বলে পুলিশ ব্যাংকেও আমি কন্সালটেন্সি ফার্ম করে দিয়েছি। সেটাও নাকি বিনা পয়সায় করে দিয়েছে। আমরা তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করবো। রিমান্ডে নিলে বোঝা যাবে সে কত লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে।’ উদ্ধার করা সরঞ্জাম

তার কাছ থেকে ২৭০টি সিল, বিভিন্ন প্রতিষ্ঠানের ডকুমেন্টস প্রসেসিং ফাইল ১৮৪টি, মুজিববর্ষের লোগো ব্যবহার করা ও প্রধানমন্ত্রীর বাণী সংবলিত চিঠি ৫০০টি, সিপিইউ দুটি, প্রিন্টার দুটি, স্ক্যানার একটি, মনিটর দুটি, ল্যাপটপ একটি, মোবাইল ফোন দুটি ও একটি টয়োটা করোলা গাড়ি জব্দ করেছে পুলিশ।

 

/এসএইচ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
সর্বশেষ খবর
মব সন্ত্রাস ছেড়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াতের
মব সন্ত্রাস ছেড়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াতের
‘মেসি ফুটবল খেলে খুশি’
‘মেসি ফুটবল খেলে খুশি’
রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
৯০তম জন্মদিনে আরও ৪০ বছর বাঁচতে চান দালাই লামা
৯০তম জন্মদিনে আরও ৪০ বছর বাঁচতে চান দালাই লামা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল