X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

কতটা স্বাস্থ্যবিধি মানতে পারবেন দোকানিরা?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২১, ০৯:০০আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ০৯:০০

ব্যবসায়ীদের বিক্ষোভসহ আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা করা শপিং মল ও দোকানপাট খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সাত দিন শপিং মল, দোকানপাট ও বিপণীবিতান বন্ধ রাখার নির্দেশ ছিল। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত না হতেই ফের খুলে দেওয়ার সিদ্ধান্ত আসে। তবে কতটা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে পারবেন দোকানিরা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) সকাল থেকে দেশের সব দোকানপাট, শপিং মল ও বিপণীবিতানগুলো খুলে দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৩ এপ্রিল পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব শপিং মল, দোকানপাট খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা। তবে এই নির্দেশনা কতটা বাস্তবায়ন করতে পারবেন দোকানিরা তা নিয়ে শঙ্কা বিরাজ করছে ক্রেতাদের মধ্যে।

সরকারের নির্দেশনা অনুযায়ী গত চারদিন শপিং মল, দোকানপাট ও বিপণীবিতান বন্ধ রাখার নির্দেশ থাকলেও তা মানা হয়নি। অলিগলির সব দোকানপাটই খোলা ছিল। কোথাও স্বাস্থ্যবিধির তোয়াক্কা দেখা যায়নি।

এদিকে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট পরিচালনার আশ্বাস দিয়ে রাজধানীর চাঁদনি চক বিজনেস ফোরামের সভাপতি নিজাম উদ্দিন বলেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি আমরা প্রতিপালন করবো। লকডাউনের কারণে গত বছরের আর্থিক ক্ষতি এখনও ব্যবসায়ীরা কাটিয়ে উঠতে পারেনি বলে জানান তিনি।

এছাড়া নগরীর বিভিন্ন মার্কেট সমিতিসহ দোকান ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে দোকান চালু করার জন্য গত কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন।

/এসএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ‘ইতিবাচক মনোভাব’ নিয়ে সাড়া দিয়েছে হামাস
গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ‘ইতিবাচক মনোভাব’ নিয়ে সাড়া দিয়েছে হামাস
পদ্মা নদীতে ট্রলার-স্পিডবোট সংঘর্ষে একজন নিখোঁজ
পদ্মা নদীতে ট্রলার-স্পিডবোট সংঘর্ষে একজন নিখোঁজ
আলোচিত বিগ বিউটিফুল বিলে সই করলেন ট্রাম্প
আলোচিত বিগ বিউটিফুল বিলে সই করলেন ট্রাম্প
জুলাই আন্দোলনের তরুণরা যখন জাতীয় রাজনীতিতে
আন্দোলন থেকে রাজনৈতিক দলজুলাই আন্দোলনের তরুণরা যখন জাতীয় রাজনীতিতে
সর্বাধিক পঠিত
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা