X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

কতটা স্বাস্থ্যবিধি মানতে পারবেন দোকানিরা?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২১, ০৯:০০আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ০৯:০০

ব্যবসায়ীদের বিক্ষোভসহ আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা করা শপিং মল ও দোকানপাট খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সাত দিন শপিং মল, দোকানপাট ও বিপণীবিতান বন্ধ রাখার নির্দেশ ছিল। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত না হতেই ফের খুলে দেওয়ার সিদ্ধান্ত আসে। তবে কতটা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে পারবেন দোকানিরা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) সকাল থেকে দেশের সব দোকানপাট, শপিং মল ও বিপণীবিতানগুলো খুলে দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৩ এপ্রিল পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব শপিং মল, দোকানপাট খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা। তবে এই নির্দেশনা কতটা বাস্তবায়ন করতে পারবেন দোকানিরা তা নিয়ে শঙ্কা বিরাজ করছে ক্রেতাদের মধ্যে।

সরকারের নির্দেশনা অনুযায়ী গত চারদিন শপিং মল, দোকানপাট ও বিপণীবিতান বন্ধ রাখার নির্দেশ থাকলেও তা মানা হয়নি। অলিগলির সব দোকানপাটই খোলা ছিল। কোথাও স্বাস্থ্যবিধির তোয়াক্কা দেখা যায়নি।

এদিকে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট পরিচালনার আশ্বাস দিয়ে রাজধানীর চাঁদনি চক বিজনেস ফোরামের সভাপতি নিজাম উদ্দিন বলেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি আমরা প্রতিপালন করবো। লকডাউনের কারণে গত বছরের আর্থিক ক্ষতি এখনও ব্যবসায়ীরা কাটিয়ে উঠতে পারেনি বলে জানান তিনি।

এছাড়া নগরীর বিভিন্ন মার্কেট সমিতিসহ দোকান ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে দোকান চালু করার জন্য গত কয়েক দিন ধরে আন্দোলন করে আসছেন।

/এসএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন
রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন
আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে পড়েছি আমরা: মির্জা আব্বাস
আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে পড়েছি আমরা: মির্জা আব্বাস
বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট
বিশ্ব আলো দিবসে খুশির আলো ছড়ানোর প্রত্যয়ে আকিজ এলইডি লাইট
ভুটান লিগে পারোর রেকর্ড ২৮ গোলের ২৪টি চার বাংলাদেশির
ভুটান লিগে পারোর রেকর্ড ২৮ গোলের ২৪টি চার বাংলাদেশির
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭
উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক