X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

স্বাস্থ্যকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে স্বাস্থ্য অধিদফতরের বার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২১, ১৬:০০আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৬:০০

স্বাস্থ্যকর্মীদের অবাধ চলাচলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা এবং স্বাস্থ্যকর্মীদের পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (২১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বুলেটিনে এই আহ্বান জানান অধিদফতরের নন কমিউনিকেবল ডিজিজের লাইন ডিরেক্টর অধ্যাপক রোবেদ আমীন।

অধ্যাপক রোবেদ আমীন বলেন, ‘পুলিশ, বিজিবি, সেনাবাহিনী গত একটি বছর ধরে মহামারির মধ্যে অক্লান্ত পরিশ্রম করছে। আপনারা অবগত আছেন, এই করোনার মহামারির সময় চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা প্রথম থেকেই ফ্রন্ট লাইনার হিসেবে নিয়োজিত আছেন। এই মহামারি নিয়ন্ত্রণ ও মানুষের কষ্ট লাঘবের জন্য জীবন বাজি রেখে দিন-রাত ২৪ ঘণ্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ইতোমধ্যে লক্ষ করলে দেখবেন, আমাদের অনেক সম্মানিত চিকিৎসকসহ অনেক স্বাস্থ্যকর্মী মারাও গেছেন। তাদের নিজেদের জীবন ছাড়াও তাদের পরিবারের অনেকেরই মৃত্যুর মূল কারণ ছিলেন তারাই। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। বর্তমানে যেকোনও চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ সহযোগিতা একান্তভাবে কাম্য। পরিচয়পত্র, যেকোনও ধরনের আইডি কার্ড প্রদর্শনকারী স্বাস্থ্যকর্মীকে সহানুভূতির সঙ্গে সহযোগিতা করা এবং দ্রুত ও বাধাহীন চলাচলের সুবিধা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নৈতিক দায়িত্ব। আমি এই বিষয়ে আপনাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা কামনা করছি।’

স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এই মহামারির সময় স্বাস্থ্যকর্মীদের নিরলস পরিশ্রম, জীবন রক্ষার এই লড়াইয়ে আপনাদের অবদান অবিস্মরণীয়, অতুলনীয় এবং গর্বের। আশা করছি সামনের দিনগুলোতে আপনাদের এই মানবসেবা অব্যাহত রাখবেন। আমরা সব সময় আপনাদের পাশে আছি। আমরা আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। লকডাউনের সময় আপনারা নিজ নিজ কর্মস্থলে পৌঁছাতে বিভিন্ন বিড়ম্বনার শিকার হচ্ছেন। আপনাদের প্রতি তাই বিনীত অনুরোধ, চলাচলের সময়ে আপনার দফতর থেকে সরবরাহকৃত যেসব পরিচয়পত্র অথবা যেকোনও ধরনের একটি আইডি কার্ড সঙ্গে রাখার চেষ্টা করবেন এবং চাওয়ামাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রদর্শন করবেন। এছাড়া সব সরকারি স্বাস্থ্যকর্মীর আইডি কার্ড স্বাস্থ্য অধিদফতর এবং এইচআরআইএস থেকে দেওয়া হয়েছে। প্রত্যেকে স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে এইচআরআইএস প্রোফাইলে লগইন করে ডাউনলোড করতে পারবেন। এছাড়া যেসব চিকিৎসক প্রাইভেটে আছেন, প্রাইভেট চেম্বার করেন– তারা শুধু তাদের ভিজিটিং কার্ড দেখালেই চলবে। প্রাইভেটে যারা চাকরি করছেন তাদের প্রতিষ্ঠানের যেকোনও আইডি কিন্তু তারা পাবেন। নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদের দেখালেই আপনারা চলাচল করতে পারবেন। এই বিষয়ে আপনাদের সবার সহযোগিতা একান্ত কাম্য।’           

 

 

/এসও/এমএএ/  
সম্পর্কিত
করোনা আক্রান্ত আরও ৩ জন
আরও ৬ জনের করোনা শনাক্ত
ডেঙ্গুতে আরও ২০৪ জন হাসপাতালে ভর্তি
সর্বশেষ খবর
ডিম সেদ্ধ করার পানি যেসব উপায়ে ব্যবহার করা যায় 
ডিম সেদ্ধ করার পানি যেসব উপায়ে ব্যবহার করা যায় 
দ্বিতীয় ধাপে দশম দিনের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন
দ্বিতীয় ধাপে দশম দিনের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন
ইয়েমেনে হুথিদের তিনটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালালো ইসরায়েল
ইয়েমেনে হুথিদের তিনটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালালো ইসরায়েল
বৈষ্যমবিরোধী আন্দোলনে শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
বৈষ্যমবিরোধী আন্দোলনে শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
সর্বাধিক পঠিত
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে