X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

নদীর পাড়ের মানুষের কথা জানতে শুরু হলো ‌‌‌‘রিভার ‌টকিজ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২১, ২২:২৭আপডেট : ০৮ জুন ২০২১, ২২:২৭

নদীর পাড়ের মানুষের সঙ্গে আলোচনা করতে ‘রিভার টকিজ’ শুরু করা হয়েছে। এর মাধ্যমে নদীর পাড়ের মানুষের নদী নিয়ে ভাবনা, নদী দখল-দূষণ ইত্যাদি নিয়ে আলোচনা করবে ওয়াটার কিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম। মঙ্গলবার (৮ জুন) বসিলার বুড়িগঙ্গা নদী এবং তুরাগ নদের মিলনস্থলে মাদবরের ভিটা দ্বীপে এই উদ্যোগের প্রথম আলোচনা হয়।

ওয়াটার কিপার্স বাংলাদেশ এর সমন্বয়ক এবং ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক শরীফ জামিলের সঞ্চালনায় ‘নদী তীরবর্তী ঢাকার নগরায়ণ’ শিরোনামে অনুষ্ঠিত এই টকিজে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ড. আদিল মোহাম্মদ খান, পরিকল্পনাবিদ সারাফ আনজুম দিশা।

দূষণবিরোধী প্রচেষ্টা বাস্তবায়নের উদ্দেশ্যে ইউএসএআইডি, এফসিডিও এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের সহায়তায় দূষণবিরোধী অ্যাডভোকেসি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে একটি কনসোর্টিয়াম গঠন করা হয়। এই কনসোর্টিয়ামে বিপিআই এর অন্তর্ভুক্ত সংগঠন হলো ওয়াটারকিপার্স বাংলাদেশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)। নদী দূষণ রোধে পরিচালিত এই রিভার টকিজটিতে নদী তীরবর্তী ঢাকার নগরায়ণ প্রক্রিয়া, তার ইতিহাস ও বৈশিষ্ট্য, বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীর দূষণ এবং ঢাকা নগরীতে দূষণের প্রভাব নিয়ে আলোচনা করা হয়। রিভার টকিজে নদী ও নদীসংশ্লিষ্ট মানুষের জীবন জীবিকার কথা তুলে ধরেন শরীফ জামিল।

বক্তারা বলেন, নদী দূষণকারীরা তাদের আবর্জনা ফেলে দিচ্ছে নদী তলদেশে। ফলে বছর শেষে নদীসহ জলজ জীবনের বেঁচে থাকার জন্য নদীর জলে কোনও দ্রবীভূত অক্সিজেন থাকছে না। বুড়িগঙ্গা নদীর দূষণের প্রায় পঞ্চাশভাগ দূষণই হাজারীবাগের দুই শতাধিক ট্যানারি শিল্প এবং শ্যামপুরের এক শতাধিক ডায়িং কারখানা থেকে উৎসাতির। রাজধানীর সঙ্গে পুরো দক্ষিণাঞ্চলের যোগাযোগের বৃহত্তম কেন্দ্র হলো বুড়িগঙ্গা নদীর সদরঘাট বন্দর। প্রতিদিন এ টার্মিনাল ব্যবহার করে লাখ লাখ মানুষ যাতায়াত ও পণ্য পরিবহন করে থাকে। বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকাটি নৌযান থেকে নির্গত দূষণের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

 

/এসএনএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
র‌্যাগিং: সিভাসুর ১৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার, ২ জনের ছাত্রত্ব বাতিল
র‌্যাগিং: সিভাসুর ১৯ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার, ২ জনের ছাত্রত্ব বাতিল
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
বরগুনায় আবারও ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে আক্রান্ত ১০২
বরগুনায় আবারও ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে আক্রান্ত ১০২
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল