বাংলাদেশের প্রথম আইএসও ১৫১৮৯ (গুণমান) এবং আইএসও ১৫১৯০ (সুরক্ষা) স্বীকৃত ল্যাব আইসিডিডিআর-বি ডায়াগনস্টিক ল্যাবরেটরি ধানমন্ডিতে নমুনা সংগ্রহ কেন্দ্র উদ্বোধন করেছে। মঙ্গলবার (২৯ জুন) এই কেন্দ্রের উদ্বোধন করা হয়।
বিভিন্ন পরীক্ষার জন্য এই কেন্দ্রে নমুনা জমা দেওয়া যাবে। তবে করোনার নমুনা এখানে সংগ্রহ করা হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে আইসিডিডিআর,বি’র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ রোগীর সময়মতো সঠিক রোগ নির্ণয়, যার ওপর রোগী এবং চিকিৎসক উভয়ই নির্ভর করতে পারেন, সেই অধিকার এবং এক্ষেত্রে আইসিডিডিআর,বি কীভাবে দেশে বিদ্যমান সমস্যা মোকাবিলায় সচেষ্ট সে বিষয়ে আলোচনা করেন।
তিনি বলেন, ‘ধানমন্ডিতে এই নমুনা সংগ্রহ কেন্দ্রটি চালু করা, নির্ভুলভাবে রোগ শনাক্তকরণ, কার্যকারণ বিশ্লেষণ এবং পরিশেষে চিকিৎসকদের জীবন রক্ষাকারী ভূমিকায় সহায়তা করার জন্য আইসিডিডিআর,বি-র অঙ্গীকার বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
আইসিডিডিআর,বি-র ল্যাবরেটরি সায়েন্সেস অ্যান্ড সার্ভিসেস বিভাগের ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর ড. দীনেশ মণ্ডল তার বক্তব্যে বলেন, ‘সবচেয়ে নির্ভরযোগ্য ডায়াগনস্টিক সেবা সরবরাহকারী হিসেবে আমাদের সেবাগুলোকে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব।’
উল্লেখ্য যে, আইসিডিডিআর,বি-র ডায়াগনস্টিক সেবা থেকে অর্জিত সঞ্চয় প্রতি বছর আইসিডিডিআর,বি-র ঢাকা ও মতলব হাসপাতালে আগত দুই লাখেরও বেশি রোগীর বিনামূল্যে জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা প্রদানে সহায়তা করে।
আইসিডিডিআর,বি জানায়, বুধবার (৩০ জুন) থেকে ৭৫৪/বি সাত মসজিদ রোডের ঠিকানায় নমুনা সংগ্রহ কেন্দ্রটি চালু হবে। সারা বছরব্যাপী প্রতিদিন সকাল ৭.৩০ টা থেকে রাত ৯.৩০টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। মহাখালীতে অবস্থিত আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরির ছয়টি বিশ্বমানের স্বয়ংক্রিয় ল্যাবের মাধ্যম্যে ৬০০-এর বেশি রুটিন স্ক্রিনিং টেস্ট থেকে শুরু করে জটিল মলিকিউলার ও জেনেটিক পরীক্ষা করা যাবে। তবে কোভিড-১৯ এর জন্য পরীক্ষা করতে ইচ্ছুক ব্যক্তিদের মহাখালী কেন্দ্রে যেতে হবে। ধানমন্ডিতে নমুনা সংগ্রহ কেন্দ্রে কোভিড-১৯ এর নমুনা নেওয়া হবে না।