X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

কারখানা ছুটির আগে বোনাস পরিশোধ করুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২১, ২০:০৫আপডেট : ১৩ জুলাই ২০২১, ২০:০৫

শ্রমিকদের পাওনা ঈদের বোনাস ঈদের আগেই পরিশোধ করার জন্য কারখানার মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি বলেন, ‘কারখানা ছুটি দেওয়ার আগেই মালিকদেরকে তার কারখানার সকল শ্রমিকদের বোনাস পরিশোধ করতে হবে।’ বেতন- বোনাস পরিশেধে মালিকরা ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকালে শ্রম ভবনে ঈদের বেতন-বোনাস ও ছুটি নিয়ে আরএমজি বিষয়ক পরামর্শক পরিষদের সভায় এসব কথা বলেন তিনি।

সভায় শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সাবেক মন্ত্রী শাহজাহান খান, শিল্প পুলিশের প্রধান  অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম, বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম,  বিজিএমইএ’র পরিচালক হারুনুর রশিদ ও নাভিদুল হক, বিকেএমইএ’র পরিচালক মোস্তফা মনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ সময় শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে বেতন দেওয়া শুরু হয়েছে। অধিকাংশ কারখানাই বেতন দিয়েছে শ্রমিকদের। কিছু কারখানা বাকি রয়েছে, একইসঙ্গে বোনাসও দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে কারখানা ছুটির আগেই শ্রমিকের বোনাস পরিশোধ করতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ১৯ জুলাইয়ের মধ্যে বোনাস পরিশোধ করে কারখানা ছুটি দেবেন মালিকপক্ষ।’

শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বলেন, ‘অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় মালিকের অজান্তেই। এক্ষেত্রে দুর্ঘটনার পরই সব ত্রুটি উঠে আসে। আমাদের পরামর্শ থাকবে, আপনারা সরকারের নির্দেশনা মেনে কারখানা গড়ে তুলুন। শ্রমিকের সঙ্গে সমন্বয় করে তাদের পাওনা বুঝিয়ে দিন।’

মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘আমাদের অনেক ছোট ও মাঝারি কারখানা আছে, সবার অবস্থা একই রকম না। অনেকেই বেতন দিতে পারবেন কিন্তু বোনাস দিতে কষ্ট হয়। এরপরও তারা বোনাস পরিশোধ করেন।’

মোহাম্মদ হাতেম বলেন, ‘আমরা সরকারের যেকোনও সিদ্ধান্ত মেনে নিতে চাই। সরকার যা চাইবে, আমরা তা মেনে নেবো।’

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
ম খা আলমগীর ও মন্নুজান সুফিয়ানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মনোনয়ন না পাওয়ায় প্রতিমন্ত্রীর সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
বন্ধ পাটকল পুনরায় চালুর আশ্বাস
সর্বশেষ খবর
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো