X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মনোনয়ন না পাওয়ায় প্রতিমন্ত্রীর সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

খুলনা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৩, ১৯:৪৬আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৯:৪৬

খুলনা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানকে আওয়ামী লীগের মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন তার সমর্থক ও অনুসারীরা। খুলনা-যশোর মহাসড়কের দৌলতপুর রেলগেট এলাকা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দৌলতপুর রেলগেট এলাকায় বিক্ষোভ করেন তারা। এ সময় খুলনা-৩ আসনে মন্নুজান সুফিয়ানকে মনোনয়নের দাবি জানান নেতাকর্মীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এবার খুলনা-৩ আসনে মন্নুজান সুফিয়ানকে বাদ দিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এর প্রতিবাদে বিকালে দৌলতপুর রেলগেট এলাকা অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন মন্নুজান সুফিয়ানের সমর্থক ও অনুসারীরা। সন্ধ্যায় খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রতিমন্ত্রীর সমর্থকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের বিষয়ে জানতে চাইলে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তাদের বিষয়টি বুঝিয়েছি। এও বলেছি, বাছাইকৃত এবং যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার মনোনীত সব প্রার্থীকে বিজয়ী করতে একযোগে কাজ করতে হবে আমাদের। তার মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া মানেই, নেত্রীর সিদ্ধান্তকে অমান্য করা। যারা নেত্রীর সিদ্ধান্ত মানবে না তারা আওয়ামী লীগের কেউ না। পরে নেতাকর্মীররা ঘরে ফিরে গেছেন।’

দৌলতপুর থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, ‘মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতিমন্ত্রীর সমর্থকরা। খবর পেয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এক ঘণ্টার মতো যান চলাচল বন্ধ ছিল। নেতাকর্মীরা যে যার মতো করে ফিরে গেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক আছে।’

দলীয় সূত্রে জানা গেছে, খুলনা-৩ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন বেগম মন্নুজান সুফিয়ান। ২০০৯-২০১৪ মেয়াদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৪-২০১৮ মেয়াদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। ২০১৮ সাল থেকে বর্তমান মেয়াদ পর্যন্ত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন মন্নুজান সুফিয়ান।

/এএম/
সম্পর্কিত
ময়মনসিংহ সিটিতে মেয়র পদে টিকলেন ৬ জন, আ.লীগেরই পাঁচ
সংরক্ষিত আসনে জাপার মনোনয়ন পেলেন সালমা ইসলাম ও নূরুন নাহার
সংরক্ষিত নারী আসনআ.লীগের ৪৮ প্রার্থীর মধ্যে ৩৪ জনই নতুন মুখ
সর্বশেষ খবর
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড