X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

মনোনয়ন না পাওয়ায় প্রতিমন্ত্রীর সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

খুলনা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৩, ১৯:৪৬আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৯:৪৬

খুলনা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানকে আওয়ামী লীগের মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন তার সমর্থক ও অনুসারীরা। খুলনা-যশোর মহাসড়কের দৌলতপুর রেলগেট এলাকা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দৌলতপুর রেলগেট এলাকায় বিক্ষোভ করেন তারা। এ সময় খুলনা-৩ আসনে মন্নুজান সুফিয়ানকে মনোনয়নের দাবি জানান নেতাকর্মীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এবার খুলনা-৩ আসনে মন্নুজান সুফিয়ানকে বাদ দিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এর প্রতিবাদে বিকালে দৌলতপুর রেলগেট এলাকা অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন মন্নুজান সুফিয়ানের সমর্থক ও অনুসারীরা। সন্ধ্যায় খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রতিমন্ত্রীর সমর্থকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের বিষয়ে জানতে চাইলে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তাদের বিষয়টি বুঝিয়েছি। এও বলেছি, বাছাইকৃত এবং যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার মনোনীত সব প্রার্থীকে বিজয়ী করতে একযোগে কাজ করতে হবে আমাদের। তার মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া মানেই, নেত্রীর সিদ্ধান্তকে অমান্য করা। যারা নেত্রীর সিদ্ধান্ত মানবে না তারা আওয়ামী লীগের কেউ না। পরে নেতাকর্মীররা ঘরে ফিরে গেছেন।’

দৌলতপুর থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, ‘মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতিমন্ত্রীর সমর্থকরা। খবর পেয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এক ঘণ্টার মতো যান চলাচল বন্ধ ছিল। নেতাকর্মীরা যে যার মতো করে ফিরে গেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক আছে।’

দলীয় সূত্রে জানা গেছে, খুলনা-৩ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন বেগম মন্নুজান সুফিয়ান। ২০০৯-২০১৪ মেয়াদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৪-২০১৮ মেয়াদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। ২০১৮ সাল থেকে বর্তমান মেয়াদ পর্যন্ত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন মন্নুজান সুফিয়ান।

/এএম/
সম্পর্কিত
সাতক্ষীরা জেলা আ.লীগ নেতা হারুন গ্রেফতার
চাঁদপুর জেলা আ.লীগ সভাপতি নাছির দুই দিনের রিমান্ডে
সংস্কারের পথে বাধা প্রতিশোধ প্রবণতা: দ্য ইকোনমিস্ট
সর্বশেষ খবর
আপাতত ক্রুইফ নন, মেয়াদ বাড়লো টিটুর 
আপাতত ক্রুইফ নন, মেয়াদ বাড়লো টিটুর 
সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর প্রাণ দিলেন স্বামীও
সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর প্রাণ দিলেন স্বামীও
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’