রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইনস মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। পরে পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।
এ সময় ঈদুল আজহার নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ এবং বিশ্ববাসীর কল্যাণে মহান আল্লাহর কাছে দোয়া চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত অগ্রযাত্রা, শান্তি ও মঙ্গল কামনা করা হয়। এছাড়া, করোনাভাইরাস মহামারি থেকে বাংলাদেশের জনগণ তথা বিশ্বের সব মানুষকে রক্ষা করার জন্য আল্লাহর রহমত ও অনুগ্রহ চাওয়া হয়।
ঈদুল আজহার জামাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং অন্যান্য মুসল্লিরা অংশ নেন।