X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আরব আমিরাতের ফ্লাইট: অপেক্ষা আরও ৪৮ ঘণ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৭

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব স্থাপন সম্পন্ন হলেও সংযুক্ত আরব আমিরাতের যাত্রীদের যাত্রা শুরু করতে আরও ৪৮ ঘণ্টা সময় লাগবে। রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দরের করোনার পরীক্ষা কার্যক্রম পরিদর্শন শেষে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, এখানে কোনও সমস্যা নেই। সব ধরনের সুযোগ–সুবিধা দেওয়া হয়েছে। ফ্লাইট পরিচালনার ব্যাপারে আর কোনও ধরনের বিধিনিষেধও নেই। তবে আরও ৪৮ ঘণ্টা সময় লাগবে। 

কেন আরও ৪৮ ঘণ্টা লাগবে- বিষয়টি ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, এই সময়ে যাত্রীদের পিসিআর পরীক্ষা করতে হবে। এ ছাড়াও এয়ারলাইনসগুলোরও টিকিট বিক্রি করতে হবে। সবকিছু মিলিয়ে এই সময় লাগবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান জানিয়েছেন, বিমানবন্দরে ল্যাব স্থাপন করা হয়ে গেছে। আজ বিমানবন্দরের ৯৬ কর্মকর্তার নমুনার টেস্ট রান চলছে। টেস্ট রান সাকসেসফুল হলে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে বেবিচককে জানিয়ে দেওয়া হবে। স্বাস্থ্য অধিদফতর বিকালে একটা সংখ্যা জানিয়ে দেবেন, কী পরিমাণে যাত্রী এখানে পরীক্ষা করা যাবে। সে অনুপাতেই এয়ারলাইনসগুলোকে অবহিত করা হবে টিকিট বিক্রি শুরু করার জন্য। এসব কিছুর জন্য ৪৮ ঘণ্টা সময় লাগবে।

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতগামীদের দুটো পরীক্ষা করতে হয়। একটি ৪৮ ঘণ্টা আগে, আরেকটি যাত্রার ছয় ঘণ্টা আগে। যে ছয়টি প্রতিষ্ঠান বিমানবন্দরে করোনা পরীক্ষার কাজ করছে, তাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) যাচাই করতে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। সন্ধ্যা ৬টার মধ্যে সেটির সম্মতি এসে যেতে পারে। 

অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার বিষয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, সরকারের পক্ষ থেকে যথাযথ চেষ্টা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী, প্রবাসীকল্যাণমন্ত্রী ও বেসামরিক বিমানমন্ত্রী এবং সংশ্লিষ্ট এই তিন মন্ত্রণালয়ের সচিবরা বিমানবন্দরে এসেছেন। আমরা সংঘবদ্ধভাবে এখানে চেষ্টা করেছি পিসিআর ল্যাব চালু করার জন্য। কিন্তু, এটা আমাদের হাতের বাইরে ছিল। এসওপিগুলো অনুমোদন করার এখতিয়ার আমাদের নেই। সংযুক্ত আরব আমিরাতের সম্মতি এখনও আসেনি। তারা দেখছে, এখানকার পরীক্ষার পদ্ধতির গ্রহণযোগ্যতা আছে কি না। সেটা (সম্মতি) আসার পর আমরা অনুমোদন দিতে পারবো।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
দুবাই বিমানবন্দরে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় টার্মিনাল
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
সর্বশেষ খবর
ঢাকা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেনের উদ্বোধন
ঢাকা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেনের উদ্বোধন
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়