X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

শাবিপ্রবি’র শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, এগুলো বাস্তবায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২২, ১৯:৪৬আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ২১:১৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা যেসব দাবিতে আন্দোলন করেছেন সেগুলো যৌক্তিক উল্লেখ করে তাদের সব দাবি-দাওয়া বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘তারা অনশন ভেঙেছেন, এজন্য তাদের সাধুবাদ জানাচ্ছি।’

বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান।

আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘পুরো বিষয়টি নিয়ে গত কয়েকটা দিন তাদের সঙ্গে নানাভাবে আমরা সম্পৃক্ত থেকেছি। অনশন যারা করছিলেন এবং যারা আন্দোলন করছিলেন সবাই মিলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, শিক্ষার্থীরা যারা এই অবরোধ কর্মসূচিতে রয়েছেন সেটি তারা তুলে নেবেন এবং আন্দোলনের ইতি এখানেই টানবেন। এই অর্থে এখন আর আন্দোলন করবেন না, তবে তারা যে অর্থে আন্দোলন করেছেন সেই কারণগুলো আমরা অ্যাড্রেস এবং সমাধান করবো।’

দীপু মনি বলেন, ‘এই সময়ে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছেন, অত্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন। নিঃসন্দেহে তারা এজন্য সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে একটা সময় আমরা দেখেছি (ভিসির বাসভবনের) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ বিষয়টি নিয়ে আমরা খুব উদ্বিগ্ন ছিলাম।’

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। একপর্যায়ে পুলিশি অ্যাকশন হয়েছে। এটি দুঃখজনক। অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। অনশনের অষ্টম দিন আজ সকালে তারা অনশন ভেঙেছেন, এ কারণে তাদের সাধুবাদ জানাই।’

‘যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা তাদের সব দাবি বাস্তবায়ন করবো। যে বা যারাই অপরাধী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে কারণে আন্দোলন করেছে সেসব দাবির পক্ষে আমরাও। আমরা সমস্যা সমাধান করবো। আমরা আনন্দিত তারা শান্তিপূর্ণ আন্দোলন করেছেন। সমস্ত সমস্যার সমাধান করতে চাই, তাতে তারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবেন।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। তাদের সব দাবি-দাওয়া বাস্তবায়ন করবো।’

তিনি বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার সবাই একপক্ষ। এখানে দুইপক্ষ বলে কিছু নেই। আন্দোলনে থাকা শিক্ষার্থীরা মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন। তারা একটু গুছিয়ে উঠুক। যারা আন্দোলনের কারণে অসুস্থ হয়েছেন তারা সুস্থ হয়ে উঠুক। কিছু দিন পর আমরা সেখানে যেতে পারি। শিক্ষার্থীরা চাইলে আমরা যেকোনও সময় আলোচনায় বসতে পারি।’

শিক্ষামন্ত্রী বলেন, আন্দোলনের কারণ ও সমস্যা সব বিষয় খতিয়ে দেখা হবে। এতে যেই অপরাধী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে কিছু সমস্যা আমাদের সামনে উঠে এসেছে। আমরা তা খুঁজে বের করে সমাধান করার সুযোগ পেলাম। সবাই মিলে সেসব সমস্যার সমাধান করা হবে। এটি শুধু শাবিপ্রবিতে নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আবাসনসহ নানা ধরনের সমস্যা রয়েছে। সেগুলোও সমাধান করা হবে।

মামলার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমি শুনেছি শাবির কয়েকজন শিক্ষার্থীর নামে মামলা হয়েছে। তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এখনও যদি কেউ আটক থাকে তবে সেটি আমরা খোঁজ-খবর নিয়ে সমাধান করবো। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে এসব সমস্যা সমাধান করা হবে।

উপাচার্যকে সরানো হবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, একজন উপাচার্যকে সরালে আরেকজন উপাচার্য আসেন। রাষ্ট্রপতির মাধ্যমে উপাচার্য নিয়োগ পান। তাই তাকে সরাতে হলে একটি প্রক্রিয়া রয়েছে। তাকে রাখা যায় কিনা বা সরানো হবে কিনা—শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা করে সে সিদ্ধান্ত নেওয়া হবে। সকলের প্রচেষ্টায় শিক্ষার্থীদের অনশন ভাঙানো হয়েছে। আমরা আশা করি তারা তাদের অবরোধ তুলে নিয়ে ক্লাসে ফিরে যাবেন। এ জন্য বর্তমান সকল সমস্যা চিহ্নিত করে তা সমাধান করা হবে।’

/এসএমএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
ভারতের সেনাবাহিনীর ব্যবহার করা মডেলের গুলি পাওয়া গেলো বাংলাদেশের সীমান্তে
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’