X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ব্যাকডেটে যেভাবে স্বাক্ষর হয় ‘মিউজিক অ্যান্ড ড্যান্স এগেইনস্ট করোনা’র কোটি টাকা (ভিডিওসহ)

উদিসা ইসলাম
৩০ জানুয়ারি ২০২২, ১০:০০আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১০:০০

‘সব ব্যাকডেটে সাইন করা হচ্ছে। টাকার পরিমাণ ৪৫ লক্ষ। ২ লাখ ১ লাখ করে কতজন? মোট ৩০ জনের। আরেকটি ফাইলে টাকার পরিমাণ ৯১ লক্ষ টাকা। এটাও ব্যাকডেটে সাইন করবো।’ সম্প্রতি সেই স্বাক্ষরের ভিডিও বাংলা ট্রিবিউনের হাতে এসেছে। এতে যে কণ্ঠটি সেটি শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক কাজী আফতাব উদ্দীন হাবলুর।

২০২০-২১ অর্থবছরে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ‘মিউজিক এগেইনস্ট করোনা ও ড্যান্স এগেইনস্ট করোনা’ নামের পৃথক প্রকল্পে যথাক্রমে ৪৫ লাখ ও ৯১ লাখ টাকা তুলে নেওয়া হয় অর্থবছরের শেষ দিন ৩০ জুন। ২০২১-এর ৩০ জুন টাকা সরানোর সব ব্যবস্থা সম্পন্ন করা হলেও কাগজপত্রে পরিচালক কাজী হাবলুর স্বাক্ষর নেওয়া হয় ২৯ জুলাই।

অনুসন্ধানে বেরিয়ে আসে, যেসব শিল্পীদের নাম ব্যবহার করে টাকা বরাদ্দ দেওয়া ও আগাম টাকা তুলে নেওয়ার ব্যবস্থা করা হয়, অক্টোবর পর্যন্ত তারা সেই বিষয়ে অবহিত ছিলেন না। পরে গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে তাড়াহুড়ো করে শিল্পীদের ডেকে কাজ শেষ করার কথা বলা হয়।

ব্যাকডেটে যেভাবে স্বাক্ষর হয় ‘মিউজিক অ্যান্ড ড্যান্স এগেইনস্ট করোনা’র কোটি টাকা (ভিডিওসহ)

শিল্পকলা সূত্র জানায়, ২০২১ সালের জুনে বিভিন্ন কর্মকর্তার নামে চেক কাটা হয়। তখনও কোনও শিল্পীকে জানানো হয়নি তাদের নামে চেক বরাদ্দ হয়েছে। পরে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে, অডিটের বিষয়টি সামনে আসার শঙ্কায় নভেম্বর-ডিসেম্বরে শিল্পীদের ডেকে চেক বুঝিয়ে দেওয়া হয়।

শিল্পকলা একাডেমির এই বিভাগের পরিচালক কাজী হাবলুর নামেও একটি মিউজিক করার বিপরীতে ‍দুই লাখ টাকা বরাদ্দ হয় এবং তিনি চেকটি নেন।

উল্লেখ্য, বরাদ্দ পাওয়া শিল্পীদের জানুয়ারির মধ্যে মিউজিক দেওয়ার কথা। আর নৃত্য উৎসব শেষ হয়েছে গত সপ্তাহে।

 

কাগজে কাজী হাবলুর স্বাক্ষর

প্রকল্পের টাকা তোলার অনুমতির কাগজে কাজী হাবলু স্বাক্ষর করেন গত বছরের ২৯ জুলাই। সম্প্রতি সেই স্বাক্ষরের একটি ভিডিও বাংলা ট্রিবিউনের হাতে আসে। যেখানে দেখা যায় কাজী হাবলু কোনও প্রশ্ন না তুলেই স্বাক্ষর করে দিচ্ছেন। স্বাক্ষর করতে অস্বীকৃতিও জানাননি তিনি। এমনকি মিউজিক এগেইনস্ট করোনা’র ৩০ শিল্পীর মধ্যে একজন কাজী হাবলু নিজে হওয়ায় পরবর্তীতে উনার নামে বরাদ্দ হওয়া দুই লাখ টাকার চেকও নিয়েছেন।

ব্যাকডেটে যেভাবে স্বাক্ষর হয় ‘মিউজিক অ্যান্ড ড্যান্স এগেইনস্ট করোনা’র কোটি টাকা (ভিডিওসহ)

স্বাক্ষর কীভাবে হলো এমন প্রশ্নে এক সূত্র জানায়, গত বছর করোনাকালে যখন অফিস বন্ধ, সেসময় কাজী হাবলুর বাসায় যান ইন্সট্রাকটর (সংগীত ও যন্ত্র) আনিসুর রহমান ও নৃত্যনির্দেশক সামিনা হোসেন প্রেমা।

আনিসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, কারও বাসায় কোনও কাগজ নিয়ে যাইনি। অফিসেই স্বাক্ষর হয়েছে। উনি নানা সময়ে এই স্বাক্ষরকৃত কাগজ বিষয়ে কিছু জানেন না কেন বলেন, তা উনার কাছেই জিজ্ঞেস করেন। নৃত্যনির্দেশক সামিনা হোসেন প্রেমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ৩০ জুন ২০২১ তারিখ দেখিয়ে তৎকালীন সচিবের পরিবর্তে বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত দায়িত্ব প্রদানকৃত সচিবের (সৈয়দা মাহবুবা করিম, পরিচালক, চারুকলা বিভাগ) মাধ্যমে নথি উপস্থাপন করে ৩০ জন সংগীত পরিচালককে প্রদানের লক্ষ্যে একাধিক চেক কাটা হয়।

৩০ জুন রাত ৯টা পর্যন্ত সচিব নওশাদ হোসেন শেষবারের মতো অফিস করেন। এরপর বাজেট বছরে সময় থাকে ৩ ঘণ্টা। নওশাদের রেখে যাওয়া চেকের হিসাব বলছে, এই সময়ে ১৬শ’রও বেশি চেক স্বাক্ষর হয়েছে। এ কাজের জন্যই বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সৈয়দা মাহমুদা করিমকে সচিবের পদে বসানো হয়। যদিও তখন আগের সচিবকে মন্ত্রণালয় বদলি করলেও রিলিজ দেওয়া হয়নি।

 

কাজী হাবলু কী বলেন?

কোনও প্রশ্ন না তুলে কেন এমন কাগজে স্বাক্ষর করলেন জানতে চাইলে কাজী হাবলু বলেন, ‘এসব বিষয়ে আমার কোনও আইডিয়া ছিল না। আমাকে করতে বলা হয়েছে, অফিস অর্ডার দিলে করতেই হয়।’

ব্যাকডেটে বললেও করতে হবে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘ওপর থেকে অর্ডার দিলে করতেই হয়। অনিয়ম অনেক আগে থেকে হয়ে আসছে। ভাউচার-টাউচার দেখলে ভয় পেয়ে যাই। এখানে যে এত অনিয়ম, এত সমস্যা। আমরা মিউজিকের মানুষ, সারাজীবন এসব দেখেছি নাকি! আমাকে তো কোনও প্রোগ্রামে দেয় না। কালচারাল অফিসাররা সব করে। কোনটা আসল, কোনটা নকল, কোনটাতে স্বাক্ষর করতে হবে না, আমি এসব বুঝবো না।’

‘আমার সাইনে কোনও টাকা অগ্রিম নেওয়া হয়েছে আমার জানা নেই, টাকা তো আরও আগে তুলে নেওয়া। এখন দেখছি খুব বিপদজনক জায়গায় কাজ করছি।’

৩০ জনের তালিকায় নিজের নাম থাকা ও দুই লাখ টাকা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু আমি একজন সংগীত পরিচালক, নিয়ম মেনে মিউজিক করে দেওয়া সাপেক্ষে সেটা আমি নিতেই পারি।’

 

 

 

/এফএ/
সম্পর্কিত
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক