ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয়েছে ‘ট্রাস্ট ব্যাংক ডিফেন্স সার্ভিসেস কাপ গলফ টুর্নামেন্ট-২০২২’। গতকাল শুরু হওয়া এই টুর্নামেন্ট শুক্রবার (১১ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সরোয়ার হাসান। টুর্নামেন্টটি আজই শেষ হবে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যরা ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং জিওসি ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম; ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমাইরা আজম; ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম; টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.); ক্লাবের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবু মো. সাইদুর রহমান (অব.); ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশন্স লেফটেন্যান্ট কর্নেল মো. আনোয়ার হোসেন (অব.) এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর উর্ধতন কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট পদস্থ সামরিক কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।