X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সার্বিয়ায় বাংলাদেশির মৃত্যুর ঘটনায় রিক্রুটিং এজেন্সির ২ দালাল গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২২, ১৭:২১আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৭:৩৭

সার্বিয়ায় এক বাংলাদেশি কাজ না পেয়ে মানসিক বিপর্যস্ত হয়ে মারা যাওয়ার ঘটনায় ‘নুরজাহান রিক্রুটিং এজেন্সি’র ২ দালালকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো— ইফতিফ শাহিন (৩৮) ও মিজানুর রহমান (৩২)।

র‌্যাব ৩ -এর অপারেশন্স ও ইন্টেলিজেন্স শাখার স্টাফ অফিসার খাইরুল কবির মঙ্গলবার (১৫ মার্চ) বিকালে এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার (১৪ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

খাইরুল কবির বলেন, ‘মানবপাচারকারী চক্রের অন্যতম মূল হোতা মেসার্স নুরজাহান রিক্রুটিং এজেন্সির মালিক সজিবুল ইসলাম (৩৫) বর্তমানে তুরস্কে অবস্থান করছে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, এখনও পর্যন্ত শতাধিক নারী-পুরুষকে তারা পাচার করে হাতিয়ে নিয়েছে আট কোটি টাকার বেশি। দীর্ঘদিন ধরে এই চক্রটি বিদেশে উচ্চ বেতনে জীবনযাপনের প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে দেশি-বিদেশি পাচারকারীদের সহায়তায় মানবপাচার করে আসছিল।’

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘সার্বিয়ায় কাজ করতে যাওয়া মানিকগঞ্জের সিংগাইর থানার জারমিতা ইউনিয়নের মধুরচর গ্রামের বাদল খন্দকারকে ৬০ হাজার টাকা বেতনের চাকরি, থাকা খাওয়া ফ্রি, বছরে দুটি বোনাসসহ ভালো কাজের ভিসা আছে, এছাড়া সার্বিয়ায় গিয়ে কোনও সমস্যা হলে তাকে তাৎক্ষণিক দেশে ফিরিয়ে আনবে— এই মর্মে আশ্বাস দেওয়া হয়। সার্বিয়া যাওয়ার জন্য খরচ বাবদ ৬ লাখ টাকা প্রতারক চক্রের সদস্যদের মেসার্স নুরজাহান রিক্রুটিং এজেন্সিতে দেযন বাদল খন্দকার। সার্বিয়ায় পৌঁছার পর বাদল দালালদের প্রতিশ্রুতি অনুযায়ী কোনও কাজ পাননি। পরবর্তীতে কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করতে থাকেন এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সার্বিয়ায়  কোনও কাজের সন্ধান না পাওয়ায় ওই চক্রের সদস্যরা বাদলকে অবৈধ পথে ইতালি যাওয়ার প্রস্তাব দেয়। চলতি বছরের ৩ মার্চ বাদলের স্ত্রী জানতে পারেন, তার স্বামী সার্বিয়ায় মারা গেছেন।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
উপবৃত্তির নামে প্রতারণা, ক্রেডিট-ডেবিট কার্ডে অর্থ লুট
ইউরোপে মানবপাচারের নতুন রুট নেপাল
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ