X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ইভ্যালির মামলায় পক্ষভুক্ত হলেন শামীমা নাসরিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২২, ১৬:৪৫আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৭:১৪

জামিনে কারামুক্তির পর ইভ্যালির অবসায়ন চেয়ে করা রিট মামলায় প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিনকে পক্ষভুক্ত করেছেন হাইকোর্ট। এ মামলায় তাকে ১৫ নম্বর বিবাদী হিসেবে অন্তর্ভুক্তির আদেশ দেওয়া হয়েছে।

শামীমা নাসরিনের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৯ এপ্রিল) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে শামীমা নাসরিনের পক্ষে শুনানি করেন আইনজীবী শামীম মেহেদী। রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন।

পরে ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন সাংবাদিকদের বলেন, জামিনে মুক্তির পর ইভ্যালির অবসায়ন চেয়ে করা রিট মামলায় পক্ষভুক্ত হতে আবেদন জানিয়েছিলেন প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন।

তিনি আবেদনে উল্লেখ করেন, কোম্পানিতে যে ৫০ শতাংশ শেয়ার ছিল, তার ২০ শতাংশ শেয়ার এরইমধ্যে তিনি তার মা এবং বোনের স্বামীর নামে হস্তান্তর করেছেন। যখন এই মামলা দায়ের করা হয়, তখন বিবাদী হিসেবে তিনি ছিলেন না। তাই তাকে যেন এই মামলার বিবাদী গণ্য করা হয়, সেই আবেদন জানানো হয়।

একইসঙ্গে ইভ্যালির সাবেক ম্যানেজিং ডিরেক্টর মো. রাসেল আরেকটি আবেদন দায়ের করে বলেন, তার যত শেয়ার আছে তার মধ্যে ২ লাখ শেয়ার তার শ্বশুর বরাবর হস্তান্তর করতে চান। কিন্তু হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে কোম্পানি আইনের প্রভিশন হচ্ছে ব্যক্তিকে সশরীরে উপস্থিত থেকে স্বাক্ষর ও ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। কিন্তু মো. রাসেল এখন কারাগারে। সেহেতু তার পক্ষে সশরীরে আসা সম্ভব নয়। এই আবেদনের বিষয়ে আদালত কোনও আদেশ দেননি বলে জানান ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন।

প্রসঙ্গত, গ্রাহকের করা মামলায় ইভ্যালির রাসেল ও শামীমা কারাগারে যাওয়ার পর প্রতিষ্ঠানটির পরিচালনার জন্য ২০২১ সালের ১৮ অক্টোবর আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে পাঁচ সদস্যের বোর্ড গঠন করে দেন হাইকোর্ট।

বোর্ডের অন্য সদস্যরা হলেন, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, ওএসডিতে থাকা আলোচিত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহম্মেদ, কোম্পানি আইন বিশেষজ্ঞ আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

আদেশে বোর্ডের কাজ কী সেটাও বলে দেওয়া হয়। কোম্পানির কোথায় কী আছে, সব বুঝে নেবে বোর্ড। কোম্পানি যেভাবে চলে, সেভাবে প্রথমে বোর্ড মিটিং বসবে। এরপর সবকিছু করার পর বোর্ড যদি দেখে কোম্পানিটি চলার যোগ্যতা নেই, তখন অবসায়নের জন্য প্রক্রিয়া এগিয়ে নেবে। যদি চালানো সম্ভব হয়, তবে কোম্পানিটি চলবে।

/বিআই/এফএ/এমওএফ/
সম্পর্কিত
‘বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ হলে ন্যায়বিচার নিশ্চিত হবে’
বাংলাদেশ সমঅধিকার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ
অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ: লিভ টু আপিল শুনানি ১৬ জুলাই
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি