রাজধানীর শনির আখড়ায় রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় আনোয়ারুল আজিম অভি (৩৪) নামে যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মে) দিবাগত রাতে শনির আখড়ার রানা পেট্রোল পাম্পের ঢালে এ দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আবুল কালাম আজাদ জানান, শনির আখড়ায় নিজ বাড়ির কাছে সড়কে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির প্রাইভেটকার অভিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়।
পরে সেখান থেকে তাকে মেডিক্যা নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অফিশিয়াল ট্যুরের জন্য চট্টগ্রামের উদ্দেশে বাসা থেকে বেরিয়ে ছিল অভি।
নিহত অভি ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহত অভির মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এক ছেলে ও একমাস বয়সি এক মেয়ের জনক ছিলেন তিনি।