X
শনিবার, ০২ জুলাই ২০২২
১৮ আষাঢ় ১৪২৯

২৪ ঘণ্টায় সিলেট-নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

আপডেট : ২৪ মে ২০২২, ১৯:০১

উজানে ভারী বৃষ্টির কারণে দেশের তিন নদীর  ৪ পয়েন্টের পানি আজও বিপৎসীমার ওপরে উঠেছে। তবে গতকাল চার নদীর ৬ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে ছিল। সেই হিসাবে আজ পানি কিছুটা কমেছে। গঙ্গা, ব্রহ্মপুত্র ও যমুনার পানি বাড়লেও আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও নেত্রকোনা জেলার কয়েকটি স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করেছে। অপরদিকে, যমুনা নদীর পানি স্থিতিশীল আছে। আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত উভয় নদীর পানি কমতে শুরু করতে পারে।

গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে; যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানের মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট ও নেত্রকোনা জেলার কয়েকটি স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

কেন্দ্র জানায়, কুশিয়ারা নদীর দুই পয়েন্টের একটির পানি কমলেও অন্যটির পানি কিছুটা বেড়েছে। এই নদীর অমলশীদ পয়েন্টের পানি বিপৎসীমার ৯০ থেকে কমে আজ ৪৯ এবং শেওলা পয়েন্টের পানি ২ থেকে বেড়ে আজ ৬ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এদিকে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টের পানি ৬৪ থেকে কমে ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। পুরাতন সুরমার দিরাই পয়েন্টের পানি আজ বিপৎসীমার নিচে নেমেছে। এদিকে সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্টের পানি ১৮ থেকে কমে এখন ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। 

বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়, গত কয়েকদিনের তুলনায় আজ বৃষ্টি নেই বললেই চলে। গত ২৪ ঘণ্টায় কেবল চট্টগ্রামে ৫৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

 

/এসএনএস/আইএ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
কমলাপুর স্টেশনে আজও দীর্ঘ লাইন (ফটোস্টোরি)
কমলাপুর স্টেশনে আজও দীর্ঘ লাইন (ফটোস্টোরি)
‘প্রধানমন্ত্রী সবার খাবারের ব্যবস্থা করেছেন কেউ না খেয়ে মরবে না’
‘প্রধানমন্ত্রী সবার খাবারের ব্যবস্থা করেছেন কেউ না খেয়ে মরবে না’
একটির বেশি বিদেশি সিরিয়াল নয়: তথ্যমন্ত্রী
একটির বেশি বিদেশি সিরিয়াল নয়: তথ্যমন্ত্রী
৮০ জন এলেন পদ্মা সেতু দেখতে, প্রাণ গেলো একজনের
৮০ জন এলেন পদ্মা সেতু দেখতে, প্রাণ গেলো একজনের
এ বিভাগের সর্বশেষ
বন্যায় সৃষ্ট মানবিক বিপর্যয়ে টিআইবির উদ্বেগ
বন্যায় সৃষ্ট মানবিক বিপর্যয়ে টিআইবির উদ্বেগ
ফের বাড়ছে পানি, বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা
ফের বাড়ছে পানি, বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা
বন্যাদুর্গতদের সহায়তায় উত্তরা ৪ নম্বর সেক্টরের বাসিন্দারা
বন্যাদুর্গতদের সহায়তায় উত্তরা ৪ নম্বর সেক্টরের বাসিন্দারা
বন্যায় ক্ষতিগ্রস্ত প্রাণিসম্পদ পুনর্বাসনে উদ্যোগ কী
বন্যায় ক্ষতিগ্রস্ত প্রাণিসম্পদ পুনর্বাসনে উদ্যোগ কী
তৃতীয় দিনে সিলেটের এক হাজার পরিবার পেলো রংধনু গ্রুপ ও প্রতিদিনের বাংলাদেশের খাদ্য সহায়তা
তৃতীয় দিনে সিলেটের এক হাজার পরিবার পেলো রংধনু গ্রুপ ও প্রতিদিনের বাংলাদেশের খাদ্য সহায়তা