X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

রাজধানীতে এক বাসা থেকে দুই যুবকের লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২২, ১৬:০১আপডেট : ২৫ মে ২০২২, ১৬:১৫

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- মো. মেরাজ (২০) ও মো. রুবেল (১৯)। তাদের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

বুধবার (২৫ মে) সকালে কামরাঙ্গীরচর মুসলিমবাগে সুরভী লবণের কারখানার পাশের একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) অনিরুদ্ধ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেরাজ লালবাগে একটি প্লাস্টিক কারখানায় কাজ করতো। কামরাঙ্গীরচর মুসলিমবাগ সুরভী লবণের কারখানার পাশের একটি বাড়িতে তারা ভাড়া থাকে। গতকাল (২৪ মে) তার মা-বাবা নিজ জেলা মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বিক্রমপুর গ্রামের বাড়ি বেড়াতে যায়। মেরাজ একাই বাসায় থাকেন। রাতে মেরাজ তার বন্ধু রুবেলকে (১৯) বাসায় নিয়ে আসে। তারা দুজনে মিলেই বাসায় ছিলেন।’

বুধবার (২৫ মে) সকাল ৯টায় স্থানীয় একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানায়। এরপর কামরাঙ্গীরচর থানার এসআই অনিরুদ্ধ সেখানে আসেন। তিনি এসে রুবেলকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পান এবং মেরাজ অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে এলাকার লোকজনের সহযোগিতায় মেরাজকে চিকিৎসার জন্য দুপুর ১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে মৃত রুবেলের কোনো ঠিকানা বা পরিচয় এখনো জানা যায়নি বলে জানায় পুলিশ।

কামরাঙ্গীরচর থানার এসআই অনুরুদ্ধ রায় বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা যায়— দুজনেই বিষ জাতীয় কোনো কিছু খেয়ে মারা গিয়েছে। মেরাজের মুখ দিয়ে লালা বের হচ্ছে। তবে কে বা কারা এই বিষ জাতীয় দ্রব্য পান করিয়েছে নাকি নিজেরাই পান করেছে এ বিষয়ে কোনো কিছু জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

/এআরআর/এআইবি/এমএস/
সম্পর্কিত
বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো শিশুর
মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তরুণের মৃত্যু
যৌথবাহিনীর অভিযানে সাত দিনে আটক ৩৮০
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!