X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

দক্ষিণে রাত আটটায় বন্ধ, উত্তরে কী?

উদিসা ইসলাম
১২ জুন ২০২২, ০৮:০০আপডেট : ১২ জুন ২০২২, ১৫:৪২

শহরকে বিশ্রাম দিতে আগামী ১ জুলাই থেকে রাত ৮টার পর জরুরি সেবা ছাড়া সব বন্ধ রাখার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। কোন পদ্ধতিতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে তা এখনও সুনির্দিষ্ট নয়। সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আগামী কয়েকদিন আলাপের ভিত্তিতে সেসব নির্ধারণ হবে বলে জানায় কর্তৃপক্ষ।

এদিকে উত্তর সিটি করপোরেশন এখনও এমন কোনও পরিকল্পনার কথা ভাবছে না বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। নগর পরিকল্পনাবিদরা বলছেন, দক্ষিণের মানুষ উত্তরে কাজ করে, উত্তরের মানুষ দক্ষিণে কাজ করে এমন উদাহরণ প্রচুর। সেক্ষেত্রে, ঢাকার একাংশ বন্ধ আরেক অংশ খোলা থাকলে কী দাঁড়াবে বিষয়টি সেটা নিয়েও ভাবতে হবে।

বাস্তবায়নের পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, এখনও প্রক্রিয়া চূড়ান্ত হয়নি। ১ জুলাইয়ের আগে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করে বিষয়গুলো নির্ধারণ করা হবে। জরুরি সেবা বলতে যা বোঝানো হয় সেগুলো আটটার পরও খোলা থাকবে। কিন্তু অফিস-আদালত ব্যবসা প্রতিষ্ঠানের বড় অংশ বন্ধ করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, পরিকল্পনার প্রাথমিক ধারণা বলছে, ১ জুলাই থেকে ডিএসসিসি এলাকায় ওষুধের দোকান, জরুরি খাদ্য সরবরাহ, স্টেশনারিসহ বেশকিছু প্রতিষ্ঠান আগের নিয়মেই চলবে। সুপারশপগুলোর বিষয়ে তাদের সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে। রাত আটটার পরে অফিস, যান চলাচল ও শপিংমলসহ দোকানপাট বন্ধ থাকবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক গোলাম মইনুদ্দিন আইডিয়াটিকে চমৎকার উল্লেখ করে বলেন, বাইরের দেশে দেখেছি একটা সময়ের পর মূল ব্যবসার জায়গা বন্ধ থাকে। পরিবেশ ভালো রাখতে প্রতিটি এলাকাকে তার মতো করে একটা সময় দিয়ে হয়। সেই বিবেচনায় এখন পর্যন্ত এটা ভালো আইডিয়া। কিন্তু বাস্তবতা ভিন্ন।

তিনি আরও বলেন, বিকাল ৫টার অফিস শেষ হয় আরও পরে। এরপর পথে কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা। ফলে চাকরিজীবীদের দৈনন্দিন কাজ বাধাগ্রস্ত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় অফিস থেকে বের হয়ে বাসায় যেতে যে সময় লাগে, তাতে দোকান বন্ধ হলেই কেউ বিশ্রামে যাবে তা মনে হয় না। আমাদের যে পরিবহন ব্যবস্থা, নগর ব্যবস্থাপনায় যে জটিলতা, তাতে এটা সহজ হবে না।

এদিকে উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকের কাছে এমন কোনও পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে নেই।

১ জুলাই থেকে ঢাকায় রাত ৮টার পর নির্দিষ্ট সময়ের জন্য রেস্তোরাঁ ও অত্যাবশ্যকীয় জিনিসপত্রের দোকান ছাড়া বাকি সবকিছু বন্ধ রাখার পরিকল্পনার কথা জানান ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস। ১০ জুন সন্ধ্যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

মেয়র তাপস বলেন, ‘সব শহরের দোকানপাট খুলে রাখার নির্দিষ্ট সময় আছে। ঢাকার কোনও সময় নেই। করোনার সময় ঢাকা যখন স্বস্তি পেল, তখন দেখলাম প্রকৃতি জেগে উঠেছে। ঢাকা সবুজ ও ধুলামুক্ত হয়েছে। জনজীবন নিস্তব্ধ হয়ে গেলে প্রকৃতি তার উৎকর্ষ সাধন করতে পারে।’

তিনি আরও বলেন, ১ জুলাই থেকে রাত ৮টার পর ঢাকা শহরের সমস্ত দোকানপাট বন্ধ থাকবে। শহরকে বিশ্রামের সুযোগ দিতে হবে। তবেই প্রকৃতি জেগে উঠবে। ভোরবেলা দেখবো সুন্দর শহর।’

/এফএ/
সম্পর্কিত
রাজধানীতে ৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২
বিশেষ অভিযানে মোহাম্মদপুরে ১৬ জন গ্রেফতার
গত অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের সুবিধাভোগী ৩৫ হাজার উদ্যোক্তা
সর্বশেষ খবর
শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ ও সাবেক এমপি শামীমা গ্রেফতার
শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব আশরাফ ও সাবেক এমপি শামীমা গ্রেফতার
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৩৫৯২ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৩৫৯২ মামলা
রাজধানীতে ৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২
রাজধানীতে ৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২
‘পাকিস্তান যথেষ্ট সংযম দেখিয়েছে’
‘পাকিস্তান যথেষ্ট সংযম দেখিয়েছে’
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ