X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

মোবাইল কোর্টে জরিমানার অর্থ তদারকির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২২, ১৬:১৮আপডেট : ২০ জুন ২০২২, ১৬:১৮

দেশেজুড়ে ভ্রাম্যমাণ আদালতে করা জরিমানার অর্থ সঠিকভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সারাদেশের ৬৮ জেলার জেলা প্রশাসককে (ডিসি) এ নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

মামলার বিবরণী থেকে পাওয়া তথ্য মতে, ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত শরীয়তপুর জেলায় ৭৫৪ বার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ১ কোটি ৮০ লাখ টাকা আদায় হয়। তবে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়নি। ৫৪টি জাল চালান তৈরি করে এই টাকা আত্মসাৎ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সংশ্লিষ্ট বেঞ্চ অফিসার ইমাম উদ্দিন। 

তদন্তে বিষয়টা ধরা পড়ার পর কিছু টাকা পরবর্তী সময়ে জমা দেওয়া হয় এবং এ ঘটনায় ইমাম উদ্দিন দায় স্বীকার করে। এতে সহযোগী ছিল তার স্ত্রী বেঞ্চ সহকারী কমলা আক্তার। পরে ওই ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করে। 

এরপর বিচারিক আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ইমাম উদ্দিনকে ২৩ বছরের সাজা প্রদান করা হয়। সে কারাদণ্ডাদেশের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল দায়ের করেন। সে আপিলের শুনানি শেষে হাইকোর্ট ইমাম উদ্দিনের সাজা বহাল রাখলেন এবং সহযোগী আসামি কমলা আক্তারকে খালাস প্রদান করলেন।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, উক্ত মামলায় ইমামের সাজা বহাল রেখে তার স্ত্রীকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে হাইকোর্ট সারাদেশে ভ্রাম্যমাণ আদালতে আদায় করা টাকা সঠিকভাবে জমা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘প্রত্যেক জেলা প্রশাসক ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটদের জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা হচ্ছে কিনা, তা দেখতে বলা হয়েছে। আদালত বলেছেন, এটা তাদের দায়িত্ব। এটা অবশ্যই দেখতে হবে।’

/বিআই/ইউএস/
সম্পর্কিত
বৈদেশিক মুদ্রা ডাকাতি: একজন কারাগারে, রিমান্ডে ৫  
‘ভাইরাল আলভি’সহ গ্রেফতার ৪ জন কারাগারে
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জন কারাগারে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে