X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘কাজের সন্ধানে দুবাই: অভাবে ভাত জোটে না’

চৌধুরী আকবর হোসেন
২৩ জুন ২০২২, ১৩:০২আপডেট : ২৩ জুন ২০২২, ১৩:০২

ভাগ্য বদলের আশা নিয়ে দুবাই গিয়েছিলেন হবিগঞ্জের খাইরুল হাসান। কিন্তু এখন তিনি হতাশ। অনিশ্চয়তায় কাটছে প্রতিটি দিন। কোনও রকমে থাকার জায়গা জোগাড় করতে পারলেও, খাবারের খরচ জোটাতে হিমশিম খাচ্ছেন। ৫ তারকা হোটেলে ৬৪ হাজার টাকা বেতনের চাকরির ভরসায় দুবাই যান খাইরুল হাসান। তিনি বলেন, ‘টাকার অভাবে গত এক মাস ভাত চোখে দেখিনি, একটা রুটি খেয়ে দিন কাটিয়ে দিচ্ছি।’

কয়েক দফা বাঁধা পেরিয়ে চলতি বছরের জানুয়ারিতে দুবাই পৌঁছান খাইরুল। তিনি বলেন, ‘মুহিদ নামে এক বন্ধুর কথায় দুবাই আসি। সে আমাদের গ্রামের লোক। সে নিজেও তিন-চার বছর ধরে এখানে আছে। মুহিদ বলেছিল, ৬৪ হাজার টাকা বেতনে ৫ তারকা হোটেলে কাজ পাবো। আসার পর দিন থেকেই কাজে যোগ দিতে পারবো।’ প্রবাসীকর্মীদের অনেকেই এরকম আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন

তিনি আরও বলেন, ‘প্রথমবার বিমানবন্দরে ইমিগ্রেশন আমাকে দুবাই আসতে না দিয়ে অফলোড করে দেয়। তারপর মুহিদ সম্ভবত এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে ৩০ হাজার টাকায়। এরপর করোনার কারণে ফ্লাইট বন্ধ ছিল। পরে জানুয়ারি মাসে এখানে আসি। তিন লাখ ২০ হাজার টাকার মতো খরচ হয়েছে এ পর্যন্ত আসতে।’

দুবাই এসেই খাইরুল বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার। পাঁচ মাসেরও বেশি সময় ধরে কাজের সন্ধানে দিন কাটছে তার। ধার-দেনা করে আসায় বাড়ি ফিরে যাওয়ার চিন্তাও করতে পারছেন না। খাইরুল বলেন, ‘প্রতিদিনই কাজের সন্ধানে বের হচ্ছি, কিন্তু কাজ পাচ্ছি না। ১০-১৫ দিন ঘুরে ঘুরে বুঝলাম, আমি প্রতারণার শিকার। পরে একটা জায়গায় বাসা ঠিক করি। দেশ থেকে টাকা এনে চলতে হয়।’

শুধু খাইরুল নয় শত শত মানুষের স্বপ্ন ভঙ্গ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত গিয়ে। আকাশছোঁয়া ভবন ও বিলাসবহুল আরব আমিরাতের বিভিন্ন পার্কে, স্টেশনে, খোলা আকাশের নিচে কাঁথা মুড়ি দিয়ে রাত কাটান অনেক বাংলাদেশি। ভ্রমণ ভিসা নিয়ে এখানে কাজের সন্ধানে এসে মানবেতর দিন কাটাচ্ছেন অনেকে। ভিজিট ভিসা নিয়ে প্রতারণার ফাঁদে পা না দিতে বিদেশগামীদের অনুরোধ জানিয়েছেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বিএম জামাল হোসেন।

/আরকে/এমএস/
সম্পর্কিত
শ্রমবাজার ইস্যুতে মালয়েশিয়ার সঙ্গে বসতে চায় বাংলাদেশ
বৈধ পথে রেমিট্যান্স পাঠানো ও দেশের সাফল্য তুলে ধরার আহ্বান
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
সর্বশেষ খবর
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
আজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছরআজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা