X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

দূরপাল্লার গণপরিবহনেও যাত্রীর চাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২২, ১৩:৪০আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৩:৫০

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে আজও দূরপাল্লার গণপরিবহনে যাত্রীর চাপ লক্ষ করা গেছে। সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে একের পর এক গাড়ি। টিকিট নেওয়া যাত্রীর পাশাপাশি নতুন করে টিকিট কাটা যাত্রীর সংখ্যাও কম নয়। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।

শনিবার (৯ জুলাই) রাজধানীর গাবতলী, মহাখালী, সায়দাবাদ, যাত্রাবাড়ী ও গুলিস্থান বাসস্ট্যান্ড থেকে বিভিন্ন কোম্পানির গাড়ি ছেড়ে যাচ্ছে। পরিবহনগুলোর কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, গতকালের চেয়ে আজ যাত্রীর চাপ কিছুটা কম। এ দিন নারীর চেয়ে পুরুষ, বয়স্কদের থেকে তরুণ যাত্রীর সংখ্যা বেশি।

গণপরিবহনের জন্য অপেক্ষা (ফাইল ছবি) তারা বলছেন, ঈদ উপলক্ষে গত কয়েকদিন ধরেই যাত্রীর চাপ রয়েছে। তবে ঈদের ছুটি শুরু হওয়ার পর চাপ আরও বেড়ে যায়। আগামীকাল ঈদের দিন হওয়ায় আজ চাপ কিছুটা কমেছে। ঈদের দিনও গণপরিবহন সেবা অব্যাহত থাকবে।

হানিফ পরিবহনের গাবতলী বাসস্ট্যান্ডের টিকিট কাউন্টারে দায়িত্ব পালন করা মো. রনি বলেন, ‘বিভিন্ন রোডে যাত্রীর চাপ গতকালের চেয়ে আজ কিছুটা কম মনে হচ্ছে। তারপরও যথেষ্ট চাপ আছে বলা যায়।’

শ্যামলী পরিবহনের কাউন্টারবয় আশিস রায় জানান, বিভিন্ন রুটে তাদের যাত্রী এবার একটু বেশি। পরিস্থিতি বুঝে গাড়ির সংখ্যাও বাড়ানো হয়েছে।

যাত্রীর চাপ নিয়ে প্রায় একই ধরনের কথা জানিয়েছেন সোহাগ ও এনাসহ অন্তত পাঁচটি পরিবহন সংস্থার কর্মকর্তারা। তারা বলছেন, রোজার ঈদের চেয়েও কোরবানির ঈদে যাত্রীর চাপ বেশি। এর পেছনে মোটরসাইকেল বন্ধের বিষয়টির ভূমিকা থাকতে পারে।

বাসের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা (ফাইল ছবি) এদিকে দূরপাল্লার বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। বিশেষ করে সদ্য চালু হওয়া পদ্মা সেতু দিয়ে চলাচল করা গাড়িগুলোতে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। রাজশাহী, রংপুর বিভাগে যাওয়া গাড়ির ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ মিলেছে।

তবে পরিবহনগুলোর সঙ্গে সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে জানতে চাইলে সবগুলো পরিবহনের কাউন্টার থেকে বলা হচ্ছে, নির্ধারিত ভাড়াই দিচ্ছেন যাত্রীরা। তবে কিছু কিছু ক্ষেত্রে ঈদ বকশিশ নিচ্ছেন তারা।

বিষয়টি নিয়ে পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েতুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পুরোপুরি ঠিক নয়। আর পদ্মা সেতু চালু হওয়ায় দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীসংখ্যা বেড়েছে। বিষয়টি মাথায় রেখে গাড়ির সংখ্যাও বাড়ানো হয়েছে।’

 

 

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো শিশুর
মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তরুণের মৃত্যু
যৌথবাহিনীর অভিযানে সাত দিনে আটক ৩৮০
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি