X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ইভ্যালির শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২২, ১৯:১৪আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৯:১৪

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। প্রতারণার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৯ অক্টোবর ট্রাইব্যুনাল থেকে এ আদেশ দেওয়া হয়েছে।

এর আগে ইভ্যালিতে ২৮ লাখ টাকা পণ্য ক্রয়ের ক্রয়াদেশ দিয়েও পণ্য বুঝে না পেয়ে ডিজিটাল প্রতারণার অভিযোগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডা থানায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে আসামি করে মামলা করেন মুহাম্মদ আলমগীর হোছাইন নামের এক গ্রাহক। মামলা তদন্ত করে গত ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত ১৯ অক্টোবর ওই মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নেওয়ার বিষয় শুনানির দিন ধার্য ছিল। সেদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মো. রাসেলকে। তবে জামিনে থাকা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন আদালতে হাজির হননি। আদালতে তার পক্ষে সময় আবেদন করা হয়। কিন্তু আদালত সময় আবেদন নাকচ করে শামীমার বিরুদ্ধে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এদিকে বেশকিছু মামলায় মো. রাসেল ২০২১ সালের ২১ সেপ্টেম্বর থেকে কারাগারে আছেন। তবে গত ৬ এপ্রিল জামিনে বের হন শামীমা নাসরিন।

 

/বিআই/এফএস/
সম্পর্কিত
ইভ্যালির রাসেলের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের নির্দেশ
সর্বশেষ খবর
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫