X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

সাংবাদিকতায় অনেক পরিবর্তন হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২২, ২১:২০আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ২১:২০

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘অতীতের যেকোনও সময়ের তুলনায় সাংবাদিকতায় অনেক পরিবর্তন হচ্ছে। বর্তমান সরকার সাংবাদিকতার একটি চমৎকার ক্ষেত্র তৈরি করেছে। সরকার এ সুযোগ করে দিয়েছে।’

মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমিতে সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি। ‘রোল অব মিডিয়া ইন গুড গভর্ন্যান্স’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘প্রশাসনের সব ক্ষেত্রে স্বচ্ছতা রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সব ক্ষেত্রে স্বচ্ছতা রেখে আমরা কাজগুলো করে যাচ্ছি। আমাদের অনেক বিষয় এখন একেবারে ট্রান্সপারেন্ট। আমি বলবো স্বচ্ছতা এসে গেছে।’

তিনি আরও বলেন, ‘তারপরও গণমাধ্যমে যেটুকু বলা দরকার আমরা সেটুকু বলবো। আমি যেটা জানি না, সেটা যদি বলি, তবে আমার মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হবে, সরকার ক্ষতিগ্রস্ত হবে।’

এখন সাংবাদিকতায় মেধাবীদের কাজ করার সুযোগ আছে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, ‘যেকোনও কাজ করতে গিয়ে সেখানে প্রতিযোগিতা থাকে, আর যত বেশি প্রতিযোগিতা থাকবে, তত বেশি মানসম্মত কাজের উন্নয়ন ঘটবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কথা হচ্ছে মাথা ভালো থাকলে সব ভালো হবে। মানুষ ভালো মানুষ হওয়ার যে বিষয়টি একজন ভালো মানুষ, ভালো সাংবাদিক হবে, ভালো কর্মকর্তা হবে।’

কর্মশালায় প্যানেল আলোচনায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোমিনুর রশিদ আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক ও একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু।

প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
দায়িত্বশীল সাংবাদিকতায় বাংলা ট্রিবিউনের এগিয়ে চলা
যশোরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব‘ভারতীয় গণমাধ্যমগুলো এখন বিনোদনের মাধ্যমে পরিণত হয়েছে’
নন-ক্যাডারদের ‘অভিন্ন নিয়োগ বিধিমালা’ ইস্যুতে উত্তপ্ত হচ্ছে সচিবালয়
সর্বশেষ খবর
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়