X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাংবাদিকতায় অনেক পরিবর্তন হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২২, ২১:২০আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ২১:২০

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘অতীতের যেকোনও সময়ের তুলনায় সাংবাদিকতায় অনেক পরিবর্তন হচ্ছে। বর্তমান সরকার সাংবাদিকতার একটি চমৎকার ক্ষেত্র তৈরি করেছে। সরকার এ সুযোগ করে দিয়েছে।’

মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমিতে সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি। ‘রোল অব মিডিয়া ইন গুড গভর্ন্যান্স’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘প্রশাসনের সব ক্ষেত্রে স্বচ্ছতা রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সব ক্ষেত্রে স্বচ্ছতা রেখে আমরা কাজগুলো করে যাচ্ছি। আমাদের অনেক বিষয় এখন একেবারে ট্রান্সপারেন্ট। আমি বলবো স্বচ্ছতা এসে গেছে।’

তিনি আরও বলেন, ‘তারপরও গণমাধ্যমে যেটুকু বলা দরকার আমরা সেটুকু বলবো। আমি যেটা জানি না, সেটা যদি বলি, তবে আমার মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হবে, সরকার ক্ষতিগ্রস্ত হবে।’

এখন সাংবাদিকতায় মেধাবীদের কাজ করার সুযোগ আছে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, ‘যেকোনও কাজ করতে গিয়ে সেখানে প্রতিযোগিতা থাকে, আর যত বেশি প্রতিযোগিতা থাকবে, তত বেশি মানসম্মত কাজের উন্নয়ন ঘটবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কথা হচ্ছে মাথা ভালো থাকলে সব ভালো হবে। মানুষ ভালো মানুষ হওয়ার যে বিষয়টি একজন ভালো মানুষ, ভালো সাংবাদিক হবে, ভালো কর্মকর্তা হবে।’

কর্মশালায় প্যানেল আলোচনায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোমিনুর রশিদ আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক ও একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু।

প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ