X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

শাহবাগে প্রাইভেটকারের ধাক্কায় মৃত্যু দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড: রমনা ডিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২২, ২১:২৬আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ২১:৫৬

রাজধানীর টিএসসি এলাকায় প্রাইভেটকারের চাকায় পেঁচিয়ে হিঁচড়ে দীর্ঘ পথ টেনে নিয়ে যাওয়ার ঘটনায় এক নারী নিহত হয়েছেন। আর ওই ঘটনায় মোটরসাইকেল চালক নিহতের দেবর নুরুল আমিন আহত হন। এটা সড়ক দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ।

শুক্রবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় রাজধানীর শাহবাগ থানায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ।

ডিসি মো. শহীদুল্লাহ বলেন, ‘বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের পাশে কবি কাজী নজরুল ইসলামের সমাধি স্থলের উল্টোপাশের রাস্তায় রুবিনা আক্তার নামে এক নারীকে বহন করা মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এতে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গেলে প্রাইভেটকারের নিচে আটকে যান। পরে প্রাইভেটকার-চালক ঢাবির সাবেক আন্তর্জাতিক বিভাগের সাবেক সহকারী অধ্যাপক এমডি আজাহার জাফর শাহ গাড়ি না থামিয়ে বেপরোয়া গতিতে টিএসসি চত্বর হয়ে নীলক্ষেতের দিকে টেনে-হিঁচড়ে নিয়ে যান।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘প্রাইভেটকারের চাকায় ওই নারী আটকে যাবার পর পথচারীরা চালককে গাড়ি থামাতে বললেও তিনি থামাননি। আরও  গতিতে গাড়ি চালাতে থাকেন প্রাইভেটকার-চালক। পরে টিএসসি চত্বরে শাহবাগ থানার মোবাইল টিম ও শিক্ষার্থীরা গতিরোধ করার চেষ্টা করলেও থামাতে পারেনি। পুলিশ, শিক্ষার্থী ও পথচারীদের ডাক-চিৎকারে নীলক্ষেত এলাকায় সামনে থেকে প্রাইভেটকারের গতিরোধ করে জনতা।’

তিনি জানান, গাড়ির নিচ থেকে ওই নারীকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় উত্তেজিত জনতা ক্ষৃপ্ত হয়ে ঢাবির সাবেক শিক্ষক আজাহার জাফর শাহকে বেধড়ক মারপিট করে। তার অবস্থাও আশঙ্কাজনক। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার গাড়িটিও জব্দ করা হয়েছে।

ওই প্রাইভেটকার-চালক নেশাগ্রস্ত ছিলেন কিনা জানতে চাইলে ডিসি শহীদুল্লাহ বলেন, ‘আমি থানায় আসছিলাম তার (চালক) সঙ্গে কথা বলতে। কিন্তু তিনি আহতবস্থায়  হাসপাতালে ভর্তি। সুস্থ হলে জানা যাবে‌। এছাড়া চিকিৎসক তার বিষয়ে বলতে পারবেন। তবে এটি দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। সাবেক শিক্ষক স্বাভাবিক ছিলেন কিনা, তা তদন্তের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় এখনও পর্যন্ত মামলা হয়নি। তবে চালক ও গাড়ি জব্দ আছে। ভুক্তভোগীর পরিবারের কেউ অভিযোগ করলে তাদের পূর্ণ আইনি সহায়তা দেওয়া হবে। এই ঘটনায় একটি হত্যা মামলা হবে বলে জানান ডিসি শহীদুল্লাহ।

ডিসি বলেন, ‘ওই ঘটনার পর শিক্ষককের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি বিষয়টি শোনার করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে, ফোনটি বন্ধ করে দেন। পরে আর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বর্তমানে শিক্ষককে সিটি স্ক্যান করা হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার মৃত মাহবুবর রহমান খান ডলারের স্ত্রী রুবিনা আক্তার। তিনি এক ছেলের জননী। ছেলের নাম রোহান, সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বিকালে তেজগাঁও থেকে দেবরের সঙ্গে হাজারীবাগে বাবার বাসায় যাচ্ছিলেন ওই নারী।

আরও পড়ুন:

ঢাবির সাবেক শিক্ষকের গাড়িচাপায় নারীর মৃত্যু, গণপিটুনি

/এএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের সঙ্গে সংঘাত বড় ধরনের আর্থিক প্রভাব ফেলবে না: পাকিস্তানের অর্থমন্ত্রী
ভারতের সঙ্গে সংঘাত বড় ধরনের আর্থিক প্রভাব ফেলবে না: পাকিস্তানের অর্থমন্ত্রী
ধনাগোদা নদীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন, বিলীন হচ্ছে জমি-ঘর
ধনাগোদা নদীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন, বিলীন হচ্ছে জমি-ঘর
পাকিস্তানকে ভারতের প্রধানমন্ত্রী মোদির চূড়ান্ত হুঁশিয়ারি
পাকিস্তানকে ভারতের প্রধানমন্ত্রী মোদির চূড়ান্ত হুঁশিয়ারি
অজিদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে গ্রিন
অজিদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে গ্রিন
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি