X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
আইনি ব্যবস্থা গ্রহণে প্রস্তুতি

এরিকের ব্যাংক অ্যাকাউন্টের টাকা আটকে দিয়েছেন মামুন, অভিযোগ বিদিশার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৩, ২৩:০৫আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০৮:৫৫

এরিক এরশাদের মা বিদিশা অভিযোগ করেছেন, ‘এরিকের পেটে লাথি দেওয়া হয়েছে। ব্যাংকে এরিকের যে এফডিআরের টাকা আছে, যেটা দিয়ে এরিকের সংসার চলে, তারা লিখিত চিঠি দিয়েছে সেটা যেন তুলতে না পারে। তাই সাত-আট মাস ধরে আমার বাচ্চা অনেক অর্থনৈতিক কষ্টে আছে।’

বুধবার (১৮ জানুয়ারি) রাতে এক ভিডিও বার্তায় বিদিশা এসব কথা বলেন।

এ সময় ভিডিওতে দেওয়া আরেক বার্তায় এরিক উল্লেখ করেছেন, ‘আমার মা, তিনি নাকি আমাকে বন্দি করে রেখেছেন। কথাটা সত্যি না। মায়ের থেকে তো মাসির দরদ বেশি হতে পারে না। আমি আমার মায়ের সাথে থাকবো না তো কি আপনাদের মায়ের সাথে থাকবো? তো এটা কাজী মামুন গংদের কথা।’

এর আগে বুধবার (১৮ জানুয়ারি) ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’ ব্যানারে একটি সংবাদ সম্মেলনে কাজী মামুনুর রশিদ নামে এক ব্যক্তি বলেছেন, ‘বাংলাদেশের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ তার মা বিদিশার কাছে নিরাপদ নয়।’

কাজী মামুনুর বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে জন্মদাতা মা বিদিশার কাছে এরিক এরশাদ নিরাপদ না। পাশাপাশি বিদিশা অর্থের লোভে প্রেসিডেন্ট পার্কে অনুপ্রবেশ করেছে। একই সঙ্গে এরিক এরশাদ শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও মানসিকভাবে সুস্থ, তাকে মুক্তভাবে চলাফেরা করতে দিতে হবে।’

এরিকের ব্যাংক অ্যাকাউন্টের টাকা আটকে দিয়েছেন মামুন, অভিযোগ বিদিশার

প্রতিক্রিয়ায় এরিক বুধবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওনারা (মামুন ও তার সঙ্গীরা) আমার পেটে লাথি মেরেছে। আমাকে আমার টাকাপয়সা দিচ্ছে না। আমাদের যেই কোল্ডস্টোরেজ, সেখানে আমার আব্বার পুরাতন যে স্টাফগুলো, তাদের চাকরি ছাঁটাই করা হয়েছে। তারা কোল্ডস্টোরেজের সব টাকাপয়সা লুটেপুটে খাচ্ছে। আরেকটা জিনিস, আমাকে ওমরায় যেতে দেয়নি। রীতিমতো বাধা সৃষ্টি করেছে। আপনারা আমাকে হ্যারেজ করা বন্ধ করেন। আর নয় তো আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো আমি।’

এসব প্রসঙ্গে বিদিশা বলেন, ‘আমি তো ট্রাস্টের কেউ না। আই এম নো ওয়ান ইন ট্রাস্ট। আমি শুধু এরিকের মা। মা তার সন্তানের পাশে থাকবে সে সন্তান সুস্থ হোক আর অসুস্থ হোক। অসুস্থ হলে তো আরও বেশি থাকবে। আমি তো আমার সন্তানের হাত ছাড়তে পারবো না। আমাকে পৃথিবীতে একটা মানুষ দেখান যে বলবে এরিকের হাত আপনি ছেড়ে দেন। একটা মানুষ আমি দেখতে চাই যে বলবে এরিকের মায়ের প্রয়োজন নেই।’

/জেডএ/এটিএইচ/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
গাড়ি ফেরত না পেয়ে বিদিশার মামলা, চালক রিমান্ডে
সব ধর্মের মানুষ একসঙ্গে থাকতে চাই: বিদিশা
ওমরা হজে যাচ্ছেন বিদিশা ও এরিক এরশাদ
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা