X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

২০২২ সালে রাজধানীতে ১৭৩ খুন, মার্চে মামলা বেশি

রিয়াদ তালুকদার
২৪ জানুয়ারি ২০২৩, ০০:০৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ০০:০৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন এলাকার আট বিভাগে রয়েছে ৫০টি থানা। উত্তরা, মিরপুর, তেজগাঁও, রমনা, ওয়ারী, মতিঝিল, লালবাগ, গুলশান—এই আট বিভাগের মধ্যে মিরপুর ও ওয়ারী বিভাগ ঘনবসতিপূর্ণ। অপরাধ করে অপরাধীরা সাধারণত এই দুই জায়গায় পালিয়ে থাকে। এছাড়া এই দুই বিভাগে অপরাধ সংঘটনের মাত্রাও বেশি। ডিএমপির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে এসব কথা জানা গেছে।

দিন যত যাচ্ছে রাজধানীতে বেড়ে চলছে নানা ধরনের অপরাধের ঘটনা। বিভিন্ন থানায় মামলার সংখ্যা বাড়ছে। গ্রেফতার হচ্ছে আসামি। কিছু ক্ষেত্রে হত্যাকাণ্ডের মোটিভ কিংবা রহস্য উন্মোচন করতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। ২০২২ সালে রাজধানীতে অপরাধ সংঘটনের মামলা বেশি হয়েছে মার্চ মাসে। ওই মাসে মামলা হয় ২৬৪৬টি।

ডিএমপির তথ্য বলছে, ২০২১ সালে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ১৫২টি, পরের বছর তা বেড়ে হয় ১৭৩টি। এছাড়া বিভিন্ন মামলায় ২০২১ সালে গ্রেফতার করা হয় প্রায় ৫০ হাজার ব্যক্তিকে, ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬১ হাজার ৪৯৪। ২০২২ সালে মামলা দায়ের হয়েছে ২৮ হাজার ৭৪৯টি। ২০২১-এর চেয়ে ২০২২ সালে মামলার সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ। চুরির মামলা বেড়েছে ২৮ শতাংশ। এছাড়া ২০২২ সালে মাদক মামলার সংখ্যা ছিল ১৬ হাজার ৩৫টি, যা মোট মামলার ৫৬ শতাংশ। অপরাধপ্রবণ বিবেচনায় ২০২২ সালে ১৭৩টি খুনের মধ্যে মিরপুরে ৩১ জন এবং ওয়ারীতে ৩৬ জন খুন হয়েছে।

২০২২ সালে সংঘটিত অপরাধের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ডাকাতির মামলা হয়েছে ২৭টি, হত্যাকাণ্ড ঘটেছে ১৭৩ টি। দ্রুত বিচার আইনে মামলা হয়েছে ১৬৫টি। এছাড়া ধর্ষণের ঘটনায় ৪৯৭টি, নারী নির্যাতনের ঘটনায় ১০৯৪টি, শিশু নির্যাতনের ঘটনায় ৪০৫টি, গাড়ি চুরির ঘটনায় ৩৮৭টি, গরু চুরির ঘটনায় ছয়টি মামলা হয়েছে। এছাড়া অন্যান্য ছোটখাটো চুরির ঘটনায় মামলা হয়েছে ১১৯৩টি।

এছাড়া ২০২২ সালে ডিএমপির বিভিন্ন থানায় অস্ত্র আইনে ৭০টি, বিস্ফোরক আইনে ১২৬টি মামলা দায়ের হয়েছে। চোরাচালানের ঘটনায় মামলা হয়েছে ১৬৯টি। সিঁধেল চুরির (শহরে গ্রিল কেটে বাসাবাড়িতে চুরি) ঘটনা ঘটেছে ৭১৩টি। অপহরণের ঘটনায় মামলা হয়েছে ৪৯টি। ২০২২ সালে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডসহ নানান ধরনের অপরাধ প্রতিরোধ করতে গিয়ে ৮৮ জন পুলিশ আহত হয়, এসব ঘটনায় মামলা দায়ের হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এ কে এম হাফিজ আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, যেসব জায়গায় অপরাধ সংঘটনের মাত্রা বেশি সেখানে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ২০২১ সালের চেয়ে ২০২২ সালে সংঘটিত নানা ধরনের অপরাধের সংখ্যা বাড়লেও অনেক অপরাধের রহস্য উন্মোচন করে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, আমরা ডিএমপির বিভিন্ন থানাসহ অন্যান্য ইউনিট নিয়ে কাজ করে যাচ্ছি। প্রতিনিয়ত অপরাধী গ্রেফতার করা হচ্ছে।

/এমএস/
সম্পর্কিত
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি