X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মগবাজারে ভবনে বিস্ফোরণ: দেড় বছরেও মেলেনি কারণ

মহিউদ্দিন খান রিফাত
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০০

২০২১ সালের ২৭ জুন রাজধানীর মগবাজারের একটি ভবনে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জনের মৃত্যু হয়। আহত হন শতাধিক। পরবর্তী সময়ে অবহেলাজনিত প্রাণহানির অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে রমনা মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। কিন্তু এ ঘটনার দেড় বছর পার হলেও তদন্তে কোনও অগ্রগতি নেই। কী কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটাও উদঘাটন করা সম্ভব হয়নি। যার ফলে মামলার অজ্ঞাত আসামিরাও অধরাই রয়ে গেছে।

অগ্নিকাণ্ডের এ ঘটনার দুই দিন পর ২৯ জুন রমনা মডেল থানার উপ পরিদর্শক মো. রেজাউল করিম বাদী হয়ে রমনা থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, ‘২৭ জুন সন্ধ্যা ৭টার দিকে রমনা মডেল থানাধীন বড় মগবাজারের রেখা নীড় ভবনের কোনও একটি অংশে বিস্ফোরণের বিকট শব্দে ভবনের সামনের ও পেছনের অংশ ধসে পড়ে এবং মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের বিকট শব্দের ফলে ভবনের সামনে তিনটি যাত্রীবাহী বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বাসের যাত্রীরা আহত হন। আশপাশের কয়েকটি ভবন, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। ভবনে অবস্থানরত লোকজনসহ সাধারণ পথচারীরাও জখম প্রাপ্ত হয়।

পরবর্তী সময়ে বোম্ব ডিস্পোজাল ইউনিট, সিআইডি ক্রাইম সিন, পিবিআই ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করেন। এ ঘটনায় ১২ জন মারা যায়।

মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, ‘ধসে পড়া বিল্ডিংয়ের মালিকের অব্যবস্থাপনা, অতি পুরাতন বৈদ্যুতিক সঞ্চালন লাইন, ত্রুটিপূর্ণ গ্যাস ব্যবস্থাপনা অথবা ভাড়াটিয়া দোকানদার শর্মা হাউজের অননুমোদিত গ্যাস ও বৈদ্যুতিক সামগ্রীর ব্যবহার ও অবহেলা অথবা বেঙ্গল মিটের অননুমোদিত গ্যাস ও বৈদ্যুতিক সামগ্রীর ব্যবহার ও অবহেলা, অথবা গ্র্যান্ড কনফেকশনারির অননুমোদিত গ্যাস ও বৈদ্যুতিক সামগ্রীর ব্যবহার ও অবহেলা অথবা দ্বিতীয় তলায় সিঙ্গার ইলেকট্রনিকস অননুমোদিত বৈদ্যুতিক সামগ্রী মজুদ রাখা ও অবহেলা অথবা তিতাস গ্যাস কোম্পানির অবহেলাজনিত গ্যাস সরবরাহ অথবা বিদ্যুৎ সঞ্চালন কোম্পানির ত্রুটিপূর্ণ সংযোগ অথবা উক্ত ঘটনাস্থলের সামনে সিটি করপোরেশনের অপরিকল্পিত ও গাফিলতিপূর্ণ ড্রেন খনন পূর্বক খনন কাজের জন্য এ হতাহতের ঘটনা ঘটেছে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এ মামলাটির তদন্তে কাজ করছে। তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করার কাজে নিয়োজিত টিমের প্রত্যেকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এমন কারোর বিরুদ্ধে কোন দোষ খুঁজে পায়নি তদন্ত সংস্থা।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক মো. মোদাচ্ছের কায়সার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলাটির তেমন কোনও অগ্রগতি নাই। এ বিষয়ে আমরা কাজ করছি। কার ভুলে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটা এখনও জানা যায়নি। এ ঘটনায় দোষারোপ করার মতো কাউকে পাওয়া যায়নি।’

কবে তদন্ত কাজ শেষ হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে অনেকগুলো সংস্থা কাজ করছে। তাদের মতামত নেওয়ার ব্যাপার রয়েছে। তথ্য-উপাত্ত সংগ্রহে বিভিন্ন সংস্থা ও সরকারি অফিসে চিঠি আদান-প্রদান হচ্ছে। সবকিছু সমন্বয় করে দ্রুত সময়ে প্রতিবেদন দেওয়া হবে।’

/ইউএস/
সম্পর্কিত
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
অশ্রু ঝরিয়ে বৃষ্টির প্রার্থনা
অশ্রু ঝরিয়ে বৃষ্টির প্রার্থনা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি