X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

স্বচ্ছতা-জবাবদিহিতার মাধ্যমে ঢাকাকে চালাতে চাই: জেলা প্রশাসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩০

দালাল ও বাটপার নির্মূল করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ঢাকা জেলাকে পরিচালনা করতে চান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। বুধবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি অধিকরণের চেক বিবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে এসে যদি কোনও কর্মকর্তা-কর্মচারী কোনও ঘুষ চায়, তাহলে গোপনে হলেও আমাকে জানাবেন। আমি ব্যবস্থা নিবো। টাউট, দালাল বা যত বড় ক্ষমতাধারী হোক না কেন, কেউ অপরাধ করলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আমি এই অফিসকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালনা করতে চাই।’

ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তরে শিগগিরই ডিজিটাল করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রক্রিয়াটা সহজ হয়ে যাবে। ফিল্ড বুক তৈরি করা হবে। কে কত ক্ষতিপূরণ পাবেন, তখনই সেটা বলে দেওয়া হবে। ব্যাংকের একাউন্ট নম্বর নিয়ে আসা হবে। সরাসরি ব্যাংকে টাকা চলে যাবে। জেলা প্রশাসন কার্যালয়ে এসে ঘোরাঘুরি করা লাগবে না। কোনও ভোগান্তিও পোহাতে হবে না। যেভাবে আপনারা পেনশন, ভাতা পান সেভাবেই ঘরে বসে ভূমি অধিগ্রহণের চেকের টাকা পাবেন। পরবর্তী সময়ে আমরা নিজেরাই আপনাদের কাছে গিয়ে চেক হস্তান্তর করবো।’

পরে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ছয়টি এল এ কেসমূলে ৫৩ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ৩০ কোটি ২৯ লাখ ২ হাজার ৪৫১ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়।

এরমধ্যে সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান কার্যালয়ের ২য় অ্যাপ্রোচ সড়ক নির্মাণ প্রকল্পে ৩ জনকে ৭ কোটি ১৪ লাখ ৬৭ হাজার ৪৮ টাকা, জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্তয় উন্নীতকরণ (ঢাকা জোন) শীর্ষক প্রকল্পের আওতায় মানিকগঞ্জ সড়ক বিভাগীয় গোলড়া-সাটুরিয়া সড়কের ১০ কিলোমিটার এ সড়ক প্রশস্তকরণ ও বাক সরলীকরণ শীর্ষক প্রকল্পে ২ জনকে ১ লাখ ৬০ হাজার ৫০ টাকা, সড়ক ও জনপথের আওতাধীন মির্জাপুর-ওয়াশী বালিয়া সড়ক নির্মাণ প্রকল্পে একজনকে ৪ লাখ ৩৮ হাজার ৮৪৯ টাকা, ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) নর্দান রুটের ডিপো ও ডিপো এক্সেস করিডোর নির্মাণ প্রকল্পে ৩০ জনকে ২২ কোটি ৭৩ লাখ ৫১ হাজার ২৬৩ টাকা, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের ৩য় ধাপ (অতিরিক্ত-8) নির্মাণ প্রকল্পে ৭ জনকে ১৪ লাখ ৩৭ হাজার ৬৪০ টাকা এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে শীর্ষক প্রকল্পে ১০ জনকে ১০ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়।

/এমকেআর/ইউএস/
সম্পর্কিত
পারভেজ হত্যা মামলায় টিনা গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
বুদ্ধ পূর্ণিমায় ঢাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সর্বশেষ খবর
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ