X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

সাগর-রুনি হত্যার দ্রুত বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৯

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যার দ্রুত বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে স্মারকলিপি দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীকে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য মাছরাঙা টেলিভিশনের সাবেক বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি হত্যাকাণ্ডের এক দশক পেরিয়ে গেলেও হত্যাকারীদের এখনও শনাক্ত ও গ্রেফতার করা হয়নি।

এতে বলা হয়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজা বাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন এই সাংবাদিক দম্পতি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় ১১ বছর পেরিয়ে গেলেও তদন্তের কোনও ধরনের অগ্রগতি নেই। এমনকি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত থেকে ৯৫ বার সময় নেওয়া হয়েছে। বিচার না পেয়ে সাগর-রুনির পরিবারে ও গোটা সাংবাদিক সমাজে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা। কিছুদিন আগে মারা গেছেন মেহেরুন রুনির মা নুরুন্নাহার মির্জা। এখনও বিচারের আশা ছাড়েননি সাগর সারওয়ারের মা সালেহা মুনির ও সাগর-রুনির একমাত্র ছেলে মাহীর সারওয়ার মেঘ। যেকোনও হত্যার বিচার পাওয়া নাগরিকের অধিকার। আর রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের সেই অধিকার নিশ্চিত করা।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, আমরা দেখেছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বড় বড় হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে; অপরাধীদের বিচারের মুখোমুখি দাঁড় করিয়েছে। সাগর-রুনি হত্যার কোনও কুলকিনারা তারা করতে পারবে না– এটা আমরা বিশ্বাস করি না। তাই আর কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে এ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত খুনিদের মুখোশ উন্মোচনের জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। না হলে আমরা আবারও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। এই হত্যার বিচার না পাওয়া পর্যন্ত ডিআরইউ-এ দাবি থেকে সরে যাবে না।

এ সময় ছিলেন– ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, দফতর সম্পাদক কাওসার আজম ও কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসাইন রাসেল।

 

/জেইউ/আরকে/
সম্পর্কিত
ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সাক্ষাৎকার, ‘প্রোপাগান্ডা’ বলছে প্রেস উইং
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ৯ ব্যাংক হিসাবের ১২ কোটি টাকা অবরুদ্ধ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ‘অবৈধপথে ভারতে গেছেন’ 
সর্বশেষ খবর
আশিক চৌধুরীর ব্যক্তিগত তথ্য শেয়ার করে বিডার দুঃখ প্রকাশ
আশিক চৌধুরীর ব্যক্তিগত তথ্য শেয়ার করে বিডার দুঃখ প্রকাশ
দুটি সার গুদাম নির্মাণের সিদ্ধান্ত
দুটি সার গুদাম নির্মাণের সিদ্ধান্ত
আগের মেয়র-সিডিএ চেয়ারম্যান জলাবদ্ধতা সৃষ্টির জন্য দায়ী: ফাওজুল কবির খান
আগের মেয়র-সিডিএ চেয়ারম্যান জলাবদ্ধতা সৃষ্টির জন্য দায়ী: ফাওজুল কবির খান
স্বামীসহ সাবেক সংসদ সদস্য মীরার বিরুদ্ধে দুদকের দুই মামলা
স্বামীসহ সাবেক সংসদ সদস্য মীরার বিরুদ্ধে দুদকের দুই মামলা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি