সম্প্রতি তুরস্কে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যঅসোসিয়েশন। এজন্য সংগঠনের সদস্য, তাদের পরিবারের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা সম্মিলিতভাবে ৫০ লাখ ৮১ হাজার টাকা সংগ্রহ করেছেন। সহায়তার জন্য সংগৃহীত অর্থ দিয়ে অ্যাসোসিয়েশনের নেতারা বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় মালামাল কিনে তুরস্ক দূতাবাসের নিয়োজিত সাহায্য গ্রহণকারী সংস্থা টিআইকেএ (টিকা) কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন।
এই বিষয়ে জানতে চাইলে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারহান নূর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করেছি। এটি খুবই ক্ষুদ্র প্রয়াস। এই প্রয়াস আমরা আগামীতে অব্যাহত রাখার চেষ্টা করবো।’