X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৩, ১৭:১২আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৭:১৫

রাজধানীর মোহাম্মদপুর বাজারে (কৃষি মার্কেট) প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে পাট অধিফতর। এর মধ্যে থ্রি স্টার রাইস এজেন্সিকে ১০ হাজার টাকা এবং ফরিদপুর রাইস এজেন্সিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৪ মার্চ) পাট অধিদফতরের মহাপরিচালক ড. সেলিনা আক্তারের নেতৃত্বে পণ্যে পাটজাত মোরকের বাধ্যতামূলক ব্যবহার আইন অনুযায়ী এই জরিমানা করা হয়। একইসঙ্গে কৃষি মার্কেটের সব পাইকারি চাল ব্যবসায়ীকে এক মাসের মধ্যে প্লাস্টিকের বস্তায় থাকা চাল বিক্রির সময় বেঁধে দেওয়া হয়েছে।

এ সময় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ ও সালেহা নূর। এছাড়াও পরিদর্শক দলে ছিলেন– পাট অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) এসএম সোহরার হোসেন, সমন্বয় কর্মকর্তা মো. সওজাতুল আলম, মুখ্য পরিদর্শক মাহবুব হোসেন এবং পাট উন্নয়ন কর্মকর্কা মো. জহিরুল ইসলাম।

ড. সেলিনা আক্তার বলেন, ‘দেশে কোথাও চটের বস্তার কোনও সংকট নেই। কিন্তু অনেক স্থানে দুই টাকা কম বেশির কারণে মিল মালিকরা চটের বস্তা নিচ্ছেন না। একটা চটের বস্তা তিন থেকে চারবার ব্যবহার করা যায়। এতে খরচ কম হয়। কোনও অজুহাতে প্লাস্টিকের বস্তা ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

উপ-পরিচালক সোহরার হোসেন বলেন, ‘প্লাস্টিক বস্তা ব্যবহার করতে উচ্চ আদালতে ৩৫টি রিট করা হয়েছিল। আমরা খবর নিয়ে দেখেছি ভুল তথ্য দিয়ে এসব রিট করা হয়েছে। বলা হয়েছিল, বাজারে পাটের বস্তার সংকট রয়েছে। বাস্তবে বাজারে চটের বস্তার কোনও সংকট নেই। ইতোমধ্যে আদালত ২৫টি মামলার রিট খারিজ করে দিয়েছেন। বাকি ১০টি মামলার রিটও দ্রুত নিস্পত্তি করে সরকারের পক্ষে রায় দেবেন বলে আশা করছি।’

তিনি বলেন, ‘পাটজাত মোরকের বাধ্যতামূলক ব্যবহার আইন অনুযায়ী ১৯টা পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক রয়েছে। এসব পণ্যে কেউ প্লাস্টিকের বস্তা ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে দেশব্যাপী অভিযান চলছে। এসব অভিযান চলমান থাকবে। ৬ মার্চ জাতীয় পাট দিবস উপলক্ষে সবাইকে সচেতন করতে চলছে একটি বিশেষ অভিযান।’

মোহাম্মদপুর সরকারি কৃষিপণ্যের পাইকারি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম মন্টু বলেন, ‘আমাদের এক মাস সময় দেওয়া হয়েছে। চেষ্টা করবো এক মাসের মধ্যে প্লাস্টিকের বস্তার সব চাল বিক্রি করে ফেলতে। নতুন করে এই বাজারে আর প্লাস্টিক বস্তায় চাল বিক্রি করা হবে না।’

 

 

/এসআই/আরকে/
সম্পর্কিত
বেশি দামে ফ্যান বিক্রি করায় ৫৫ হাজার টাকা জরিমানা
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
গরুর আধা কেজি পচা কলিজা ৪৫০ টাকায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ খবর
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট