X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
মন্ত্রিপরিষদকে চিঠি

পাচার হওয়া অর্থ উদ্ধারে গ্লোব নেটওয়ার্কের সদস্য হতে চায় দুদক

জামাল উদ্দিন
০৯ মার্চ ২০২৩, ২১:০০আপডেট : ০৯ মার্চ ২০২৩, ২১:০০

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়ায় গতি আনতে চায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য রাষ্ট্রীয় এ সংস্থাটি জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) প্রতিষ্ঠিত বৈশ্বিক সংগঠন গ্লোব নেটওয়ার্কের সদস্য হতে চায়। যে নেটওয়ার্কে ৭২টি দেশের ১৩২টি কর্তৃপক্ষ ইতোমধ্যে সদস্য হিসেবে নিজেদের নাম অন্তর্ভূক্ত করেছে। সে নেই তালিকায় বাংলাদেশের কোনও সংস্থার নাম। এই নেটওয়ার্কের সদস্য হতে হলে রাষ্ট্রীয় সিদ্ধান্ত প্রয়োজন। যে কারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদক থেকে মন্ত্রিপরিষদ সচিব বরাবর চিঠি পাঠানো হয়েছে। কী কী কারণে এ সংস্থার সদস্য হওয়া প্রয়োজন সেটাও চিঠিতে উল্লেখ করেছে দুদক। গত মাসের (ফেব্রুয়ারি) শেষের দিকে পাঠানো এ চিঠির এখনও কোনও অগ্রগতি নেই।

দুর্নীতি দমন কমিশন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে দেওয়া চিঠিতে বলা হয়, ২০২১ সালের জুনে ইউনাইটেড ন্যাশনস্ অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের (ইউএনওডিসি) আওতায় প্রতিষ্ঠিত গ্লোব নেটওয়ার্ক নামে একটি আন্তর্জাতিক প্লাটফর্ম প্রতিষ্ঠিত হয়। আয় দুর্নীতি, মানিলন্ডারিং অর্থ পাচারের অনুসন্ধান, তদন্ত এবং পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সদস্য দেশগুলোর অ্যান্টি করাপশান ল এনফোর্সমেন্ট এজেন্সি টু এজেন্সি ভিত্তিক সহযোগিতা আদান-প্রদান, ইন্টেলিজেন্স এক্সচেঞ্জ এবং ইনফরমেশন শেয়ারিংয়ের লক্ষ্যে এই আন্তর্জাতিক প্লাটফর্ম প্রতিষ্ঠা করা হয়। জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র এবং ইউএনসিএসি’র (ইউএন কনভেনশন অ্যাগেইনস্ট করাপশান) সদস্য রাষ্ট্রের অ্যান্টি করাপশান এজেন্সিগুলোর জন্য এ নেটওয়ার্কের মেম্বারশিপ উন্মুক্ত করা হয়েছে। তাই জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে এবং ইউএনসিএসি’র অনুসমর্থনকারী দেশ হিসেবে বাংলাদেশ এ নেটওয়ার্কে যুক্ত হতে পারে।

মেম্বার হওয়ার সুবিধাগুলো তুলে ধরতে গিয়ে দুদকের চিঠিতে বলা হয়, গ্লোব নেটওয়ার্কের মেম্বার হতে কোনও অ্যাপ্লিকেশন ফি বা আবশ্যিক কন্ট্রিবিউশন ফি নেই। বরং, এ নেটওয়ার্কে যুক্ত হলে দুর্নীতি ও দুর্নীতি সংশ্লিষ্ট অর্থপাচার, মানিলন্ডারিং সংক্রান্ত অনুসন্ধান ও তদন্ত সংশ্লেষে এ নেটওয়ার্কের সদস্য দেশগুলো থেকে ইনফরমেশন বা ইন্টেলিজেন্স প্রাপ্তি এবং পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া সহজতর হবে। যে কারণে বর্তমানে ৭২টি দেশের ১৩২টি কর্তৃপক্ষ এই গ্লোব নেটওয়ার্কের সদস্য।

বর্তমান আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে প্রথমে সম্পদ চিহ্নিত করে অবরুদ্ধ ও ক্রোকের ব্যবস্থা গ্রহণ এবং বিদেশ থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করতে হয়। এজন্য মিউচুয়্যাল লিগ্যাল এসিসটেন্স রিকোয়েস্ট (এমএলএআর ) পাঠাতে হয়। তখন বিদেশে পাচার হওয়া অর্থ-সম্পদ চিহ্নিত করা না গেলে ওই সম্পদ ফেরত আনা সম্ভব হয় না। সম্পত্তির তথ্য-উপাত্ত সংগ্রহ করা না গেলে মিউচুয়্যাল লিগ্যাল এসিসটেন্স রিকোয়েস্ট (এমএলএআর ) পাঠিয়েও কাঙ্খিত ফলাফল পাওয়া যায় না। পাচার হওয়া সম্পদ চিহ্নিত করে অবরুদ্ধ বা ক্রোক করার জন্য আলামত পাওয়ার বিষয়টি নির্ভর করে তথ্য ও ইন্টেলিজেন্সের ওপর। বর্তমানে বিদেশ থেকে তথ্য ও ইন্টেলিজেন্স প্রাপ্তির জন্য দুদককে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ)-ওপর নির্ভর করতে হয়। বিএফআইইউ’র মাধ্যমে সীমিত আকারে যেসব তথ্য পাওয়া যায় তার ওপর ভিত্তি করে পাঠানো এমএলএআর -এর প্রেক্ষিতে বিদেশ থেকে আলামত পাওয়ার উদাহরণ কম। ফলে, পাচারকৃত তথ্যের জন্য অ্যান্টি করাপশান ল এনফোর্সমেন্ট এজেন্সি টু এজেন্সি যোগাযোগ স্থাপন অপরিহার্য হয়ে উঠেছে। এ কারণে গ্লোব নেটওয়ার্কে যুক্ত হওয়া প্রয়োজন ।

মন্ত্রিপরিষদ সচিব বরাবর দেওয়া দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়, এ গ্লোব নেটওয়ার্কের সদস্যপদ পেতে হলে জাতিসংঘের স্থায়ী মিশনের মাধ্যমে বাংলাদেশকে আবেদন করতে হবে। ইউএনওডিসির সরবরাহ করা একটি নমুনা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে আবেদন করলে এর সদস্যপদ পাওয়া যাবে।

অর্থ পাচার সংক্রান্তে দুদকের চিঠির বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব সেলিনা পারভেজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি নিয়ে বলতে হলে খোঁজ নিয়ে বলতে হবে। 

চিঠির অগ্রগতির বিষয়ে জানতে চাইলে দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা তো রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়। হয়তো একটু সময় লাগবে। আমরা চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘বিভিন্ন সংস্থার মাধ্যমে তদন্ত করতে গিয়ে আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়। গ্লোব নেটওয়ার্কের সদস্য হতে পারলে আমরা সরাসরি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারবো। এতে দ্রুত পাচার হওয়ার মামলার বিষয়গুলো নিষ্পত্তি করা সহজ হবে।’

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
বিমানবন্দরে মুদ্রা পাচার: ৪ ব্যাংকের ১৯ কর্মকর্তাসহ ২১ জনের নামে মামলা
সর্বশেষ খবর
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো