X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

খিলগাঁওয়ে গাড়িমুক্ত সড়ক উদ্বোধন

কবি নজরুল কলেজ প্রতিবেদক
২২ মার্চ ২০২৩, ০১:১৮আপডেট : ২২ মার্চ ২০২৩, ০১:২৬

শিশুসহ সব বয়সী মানুষের খেলাধূলার সুযোগ সৃষ্টিতে এলাকার ভেতর কম ব্যস্ত সড়কে নির্দিষ্ট সময় গাড়ি চলাচল বন্ধ রেখে বা নিয়ন্ত্রণ করে গাড়িমুক্ত সড়ক গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ০১ নম্বর ওয়ার্ডের সহযোগিতায় খিলগাঁও পল্লীমা সংসদের পূর্ব পাশে (পল্লীমা সংসদ গলি) গাড়িমুক্ত সড়কের উদ্বোধন করা হয়।

হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডা, পল্লীমা সংসদ, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), খিলগাঁও সামাজিক সংস্থা, মার্শাল আর্ট ফাউন্ডেশন, কারফ্রি সিটিস এলায়েন্স বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে এ আয়োজন করা হয়।

সপ্তাহের প্রতি মঙ্গলবার বিকাল ৩.০০ থেকে ৫.০০টা পর্যন্ত এ সড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করে দাবা-লুডু-ক্যারাম-দড়ি লাফ-ব্যাডমিন্টন, ছবি আঁকা, কারুকাজ শিখানোসহ বিভিন্ন আয়োজন করা হবে।  

এ সময় উপস্থিত ছিলেন  অঞ্চল ২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো, ঢাদসিক এর ০১ ওয়ার্ড এর কাউন্সিলর মাহবুবুল আলম, খিলগাঁও গাড়িমুক্ত সড়ক কার্যক্রমের সমন্বয়কারী হাফিজুর রহমান ময়না, পল্লীমা সংসদের সাধারণ সম্পাদক এরশাদ মনসুর, খিলগাঁও আবাসিক এলাকা পরিবেশ রক্ষা কমিটির সমন্বয়কারী আওয়াল কামরুজ্জামান ফরিদ, বাবুল একাডেমী ও পল্লীমা বিদ্যাপীঠ এর প্রিন্সিপাল মীরা রায়, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী, মার্শাল আর্ট ফাউন্ডেশনের শিক্ষার্থীসহ আরও অনেকে।

 

খিলগাঁওয়ে গাড়িমুক্ত সড়ক উদ্বোধন

 

বক্তারা জানান, খিলগাঁও এলাকার একজন সচেতন নাগরিক হিসেবে এলাকাভিত্তিক সামাজিকীকরণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আমরা গাড়িমুক্ত সড়ক কার্যক্রমটি শুরু করেছি। এর মাধ্যমে আমরা খেলাধূলার সুযোগ সৃষ্টির পাশাপাশি মানুষকে বার্তা পৌঁছে দিতে চাই যে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ কতটা জরুরি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ০১ ওয়ার্ড এর কাউন্সিলর মাহবুবুল আলম বলেন, ‘শিশুরা খেলাধূলার সুযোগ পেলে তাদের মস্তিষ্ক সক্রিয় হওয়ার মাধ্যমে সুষ্ঠু মেধাবিকাশ ঘটবে। পাশাপাশি তাদের মধ্যে এককেন্দ্রীক ও নেতিবাচক মনোভাব গড়ে ওঠবে না। গাড়িমুক্ত সড়ক আয়োজনের মাধ্যমে সবার খেলাধূলার সুযোগ সৃষ্টি হয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী বলেন, ‘২০১৬ সাল থেকে প্রথম বাংলাদেশে সরকারিভাবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের উদ্যোগে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস পালন হয়ে আসছে। বর্তমানে রায়েরবাজার ও মোহাম্মাদীয়া হাউজিং সোসাইটিতে গাড়িমুক্ত সড়ক আয়োজিত হচ্ছে।’

/এসপি/
সম্পর্কিত
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার
রাজধানীতে আ.লীগের আরও ৪ নেতা গ্রেফতার
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি