X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

রমজানে হকারদের ফুটপাতে বসার সুযোগ দেবে ডিএমপি

রিয়াদ তালুকদার
২২ মার্চ ২০২৩, ২১:০০আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৬:৩২

সারা বছর রাজধানীর বিভিন্ন ফুটপাতে ব্যবসা পরিচালনা করেন হকাররা। তাদের উচ্ছেদে অভিযানও চালানো হয় বিভিন্ন সময়। তবে রমজান মাসে বিশেষ দৃষ্টিতে ফুটপাতে ব্যবসা পরিচালনার সুযোগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কিন্তু কোনও হকারকে ফুটপাত ছাড়িয়ে রাস্তার ওপর বসতে দেওয়া হবে না। সেই সঙ্গে ফুটপাতে কোনও ইফতার সামগ্রীর দোকানও বসতে দেওয়া হবে না। যারা সিলিন্ডার গ্যাস দিয়ে রাস্তার পাশে ইফতার সামগ্রী বানায় তা বন্ধের জন্য সংশ্লিষ্ট এলাকার ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে অংশ নেওয়া ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, নিম্ন আয়ের মানুষরা রমজান ও ঈদ উপলক্ষে কোনও ধরনের সমস্যার সম্মুখীন যেন না হয় সে বিষয়টি বিবেচনা করে ফুটপাতে ব্যবসা পরিচালনা করতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফুটপাত থেকে অনেকে কেনাকাটা করেন। তবে ফুটপাত ছেড়ে কোনও ব্যবসায়ী যাতে রাস্তার ওপরে বসতে না পারে সে ব্যাপারে থানা পুলিশকে নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর ৫০টি থানায় এই নির্দেশনা পাঠানো হয়েছে।

বুধবার (২২ মার্চ) রাজধানীর নিউমার্কেট, মিরপুরসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, রমজানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। তাদের কারণে বিভিন্ন এলাকায় ফুটপাতে হাঁটা অনেকটাই দায় হয়ে দাঁড়ায়। ঘটে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা। ঈদ যত সামনে আসতে থাকবে, রাস্তায়-শপিং মলের মুখে কেনাকাটা করার জন্য লোকজন বাইরে বের হবেন। ঈদ সামনে রেখে ফুটপাতগুলোতেও চাপ বাড়বে।

রাজধানীর মিরপুরের ফুটপাতের ব্যবসায়ী শফিকুল বাংলা ট্রিবিউনকে বলেন, রমজান মাস শুরু হচ্ছে। আমি আগে থেকেই এখানে ব্যবসা করছিলাম। এবার ভেবেছিলাম ব্যবসা করতে পারি কিনা। তবে এবার ব্যবসা চালিয়ে নিতে পারবো।  

রাজধানীর নিউমার্কেটের হকার কাইয়ুম বাংলা ট্রিবিউনকে বলেন, রমজান শুরু হচ্ছে। এখন লোকজন একটু কম। তবে ১০ রমজানের পর থেকে মানুষ বিভিন্ন মার্কেটে আসবে। আসা-যাওয়ার পথে আমাদের বেচাকেনাও বাড়বে। আমরা আগে থেকে ব্যবসা করে আসছি। ঈদ উপলক্ষে ব্যবসায় কোনও সমস্যা হবে না বলে পুলিশ আমাদের আশ্বস্ত করেছে।

রাজধানীর মিরপুরের বাসিন্দা সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেন, ঈদের আগে ফুটপাতে হকারদের কারণে হাঁটা দায় হয়ে পড়ে। অনেকেই নানা ধরনের অপ্রীতিকর ঘটনা সম্মুখীন হয়। তবে পুলিশ সদস্যরা যদি তৎপর থাকে তাহলে এসব ঘটনা এড়ানো সম্ভব। বিশেষ করে নারীদের চলাফেরার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, সারা বছর যেসব হকার ফুটপাতে ব্যবসা করেন তাদের রমজানে উচ্ছেদ করা হবে না। তবে রাস্তার ওপর কোনও হকার বসতে পারবে না।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার
রাজধানীতে আ.লীগের আরও ৪ নেতা গ্রেফতার
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি