X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

২৪ হাজার ২৯৪ নিরাপদ উড্ডয়ন ঘণ্টা অর্জন বিমানবাহিনীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৩, ২০:০৯আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২০:০৯

অপারেশনাল উড্ডয়নকাজে বিগত বছরের সাফল্যে পুরস্কৃত করা হয়েছে বিমানবাহিনীর উড্ডয়ন পরিদফতরকে। একই সঙ্গে বিমানবাহিনী ঘাঁটি বাশারকে আন্তঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি এবং ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলকে (এফআইএস) ২০২২ সালের সর্বোচ্চ নিরাপদ উড্ডয়ন ঘণ্টা অর্জনের জন্য ‘আন্তবহর খাদেমুল বাশার ফ্লাইট সেফটি ট্রফি’ দেওয়া হয়েছে।

এর আগে ২০২২ সালে এই বাহিনী ২৪ হাজার ২৯৪ নিরাপদ উড্ডয়ন ঘণ্টা অর্জন করে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকা সেনানিবাসের ফ্যালকন হলে বিমানবাহিনীর কমান্ড সেফটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সেমিনারে চেয়ারম্যান হিসেবে উপস্থিত থেকে ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ করেন।

বিমানবাহিনীর সদস্যদের প্রশংসা করে বিমানবাহিনী প্রধান বলেন, অপারেশনাল উড্ডয়ন কার্যক্রমে বিগত বছরটি পরিপূর্ণ ছিল। জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশ বিমানবাহিনীর সব সদস্যের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করেন তিনি।

মাতৃভূমি রক্ষায় বিমানবাহিনী সদস্যদের সদা প্রস্তুত থাকার কথা উল্লেখ করে এয়ার চিফ মার্শাল বলেন, বিগত বছরে অনুষ্ঠিত পদ্মা সেতু উদ্বোধনী ফ্লাইপাস্ট, বিমানবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উদযাপন, প্রেসিডেন্ট প্যারেড, কিলো ফ্লাইটের সদস্য বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামছুল আলমের ফিউনারেল প্যারেড ফরমেশন ফ্লাইপাস্ট এবং বিজয় দিবস ফ্লাইপাস্ট সফলভাবে পরিচালনা করা হয়। এতে তিনি সন্তোষ প্রকাশ করেন।

আফগানিস্তানের কাবুলে মানবিক সাপোর্ট মিশন পরিচালনার মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনীর আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা অর্জনের বিষয়টিও তুলে ধরেন সেমিনারে। সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য বিমানবাহিনীর প্রশংসা করেন।

ভবিষ্যৎ উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিতে তিনি সব এয়ার ক্রু, টেকনিশিয়ান, কন্ট্রোলারসহ সংশ্লিষ্ট সবার নিবিড় তত্ত্বাবধান বাড়ানোর আহ্বান জানান।

/জেইউ/এনএআর/
সম্পর্কিত
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
পরিবারসহ বিমান বাহিনীর সাবেক প্রধানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
সর্বশেষ খবর
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়