X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে শাহবাগে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৩, ১৪:০৮আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৪:১৭

স্বাধীনতা দিবসে প্রকাশিত সংবাদের কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দৈনিক প্র‍থম আলোর সাংবাদিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী শামসুজ্জামানের মুক্তির দাবি জানিয়েছেন জাবির বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।

শনিবার (১ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জাবির সাবেক শিক্ষার্থীদের ব্যানারে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানান তারা।   

সমাবেশে জাবির ৩২তম ব্যাচের শিক্ষার্থী কল্লোল ভৌমিক বলেন, ‘প্রতিদিন দ্রব্যমূল্যের দাম বেড়ে চলেছে। সেই অবস্থায় যখন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তার দায়িত্বশীল আচরণ করেছেন, তখন তার ওপর নির্যাতন নেমে আসে। একজন সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তাকে বন্দি হতে হয়েছে। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি তাকে ধন্যবাদ দেওয়ার জন্য।’

সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে শাহবাগে মানববন্ধন

এ দেশে স্বাধীনতা মানে ভাতের স্বাধীনতা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আজ থেকে বাহান্ন বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধের ডাক দিয়েছিলেন! তখন যদি তিনি বলতেন– আমরা রাজনৈতিক স্বাধীনতা চাই, ভাতের স্বাধীনতা চাই না– তাহলে কি এই দেশ স্বাধীন হতো? এ দেশে স্বাধীনতা মানে মানুষের ভাতের স্বাধীনতা। সেই স্বাধীনতার কথা বলার জন্য শামসুজ্জামানকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তা আমাদের একাত্তর পূর্ববর্তী পাকিস্তান শাসকগোষ্ঠির নির্যাতনের কথা মনে করে দেয়। অবিলম্বে শামসুজ্জামানকে মুক্তি দেওয়া না হলে আমরা রাজ পথে লড়াই চালিয়ে যাবো।’

৩৪তম ব্যাচের শিক্ষার্থী গোলাম মুর্তজা ধ্রুব বলেন, ‘একজন দায়িত্বশীল সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে কী বার্তা দিতে চান সাধারণ মানুষের কাছে? রাতের আঁধারে একজন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাকে গ্রেফতারের কথা জানানাতো হয় না। এটি কিন্তু আমাদের ভালো বার্তা দেয় না। আমরা রাজনীতি বুঝি না। আমরা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই এবং আমাদের গণমাধ্যমের সহকর্মীর মুক্তি চাই। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

একই সময়ে এই সমাবেশের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থা নিয়ে প্রথম আলো এবং সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এর আগে সকাল সাড়ে ১১টায় শাহবাগ গোল চত্বর অবরোধ করে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। জানা যায়, জাবির সাবেক শিক্ষার্থীদের আন্দোলনের কথা জানতে পেরেই তারা এখানে অবস্থান নেয়। এরপর বেলা সোয়া ১২টায় শাহবাগ মোড়ে তারা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের কুশপুত্তলিকা দাহ করে। ১২টায় জাবির সাবেক শিক্ষার্থীদের সমাবেশ শেষ হওয়ার পর সাড়ে ১২টায় তারা অবরোধ ছেড়ে দেন। এরপর রাস্তায় যানচলাচল স্বাভাবিক হয়।

/আরকে/
সম্পর্কিত
জাবির ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি, বৈষম্যের শিকার ভর্তিচ্ছুরা
জাবি ছাত্র ইউনিয়নের দুই নেতার বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহার দাবি
জাবিতে ধর্ষণ: মূল পরিকল্পনাকারীসহ ২ জনের দোষ স্বীকার
সর্বশেষ খবর
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে