X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে শাহবাগে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৩, ১৪:০৮আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৪:১৭

স্বাধীনতা দিবসে প্রকাশিত সংবাদের কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দৈনিক প্র‍থম আলোর সাংবাদিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী শামসুজ্জামানের মুক্তির দাবি জানিয়েছেন জাবির বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।

শনিবার (১ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জাবির সাবেক শিক্ষার্থীদের ব্যানারে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানান তারা।   

সমাবেশে জাবির ৩২তম ব্যাচের শিক্ষার্থী কল্লোল ভৌমিক বলেন, ‘প্রতিদিন দ্রব্যমূল্যের দাম বেড়ে চলেছে। সেই অবস্থায় যখন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তার দায়িত্বশীল আচরণ করেছেন, তখন তার ওপর নির্যাতন নেমে আসে। একজন সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তাকে বন্দি হতে হয়েছে। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি তাকে ধন্যবাদ দেওয়ার জন্য।’

সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে শাহবাগে মানববন্ধন

এ দেশে স্বাধীনতা মানে ভাতের স্বাধীনতা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আজ থেকে বাহান্ন বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধের ডাক দিয়েছিলেন! তখন যদি তিনি বলতেন– আমরা রাজনৈতিক স্বাধীনতা চাই, ভাতের স্বাধীনতা চাই না– তাহলে কি এই দেশ স্বাধীন হতো? এ দেশে স্বাধীনতা মানে মানুষের ভাতের স্বাধীনতা। সেই স্বাধীনতার কথা বলার জন্য শামসুজ্জামানকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তা আমাদের একাত্তর পূর্ববর্তী পাকিস্তান শাসকগোষ্ঠির নির্যাতনের কথা মনে করে দেয়। অবিলম্বে শামসুজ্জামানকে মুক্তি দেওয়া না হলে আমরা রাজ পথে লড়াই চালিয়ে যাবো।’

৩৪তম ব্যাচের শিক্ষার্থী গোলাম মুর্তজা ধ্রুব বলেন, ‘একজন দায়িত্বশীল সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে কী বার্তা দিতে চান সাধারণ মানুষের কাছে? রাতের আঁধারে একজন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাকে গ্রেফতারের কথা জানানাতো হয় না। এটি কিন্তু আমাদের ভালো বার্তা দেয় না। আমরা রাজনীতি বুঝি না। আমরা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই এবং আমাদের গণমাধ্যমের সহকর্মীর মুক্তি চাই। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

একই সময়ে এই সমাবেশের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থা নিয়ে প্রথম আলো এবং সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এর আগে সকাল সাড়ে ১১টায় শাহবাগ গোল চত্বর অবরোধ করে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। জানা যায়, জাবির সাবেক শিক্ষার্থীদের আন্দোলনের কথা জানতে পেরেই তারা এখানে অবস্থান নেয়। এরপর বেলা সোয়া ১২টায় শাহবাগ মোড়ে তারা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের কুশপুত্তলিকা দাহ করে। ১২টায় জাবির সাবেক শিক্ষার্থীদের সমাবেশ শেষ হওয়ার পর সাড়ে ১২টায় তারা অবরোধ ছেড়ে দেন। এরপর রাস্তায় যানচলাচল স্বাভাবিক হয়।

/আরকে/
সম্পর্কিত
জাবিতে জুলাই হামলাঅফিস আদেশে গায়েব ৩০ জনের নাম, ‘সুপারিশের ফল’ ভাবছেন ছাত্রদের একাংশ
ধর্ষণের বিচার দাবিতে মধ্যরাতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
ডোপটেস্টে পজিটিভ হলে জাবিতে ভর্তি হওয়া যাবে না
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি