X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বিদেশি ব্যাগে আগ্রহ বেশি

ওবাইদুর সাঈদ, ঢাকা কলেজ
০৭ এপ্রিল ২০২৩, ২১:০০আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ২১:৪৯

ঈদুল ফিতরকে সামনে রেখে চাঙ্গা হয়ে উঠেছে ব্যাগের বাজার। রাজধানীর ব্যস্ততম নিউমার্কেটে বোলিং (হ্যান্ড) ব্যাগ, লেডি ব্যাগ, কোচ ডাক্তার ব্যাগ, কুইলেটেড স্লিং ব্যাগ, কাঁধ ব্যাগ, কলি ব্যাগ, ট্রাভেল ব্যাগ, ট্রলিসহ নানান রকমের ব্যাগ বিক্রি চলছে।

নিউমার্কেটের ব্যাগের দোকানগুলোয় খোঁজ নিয়ে জানা যায়, নিউমার্কেট এলাকায় ছোট বড় মিলিয়ে প্রায় ১০০ ব্যাগ দোকান রয়েছে। অন্যান্য বাজার জমলেও ব্যাগের বাজার এখনও জমেনি। ব্যাগের বিক্রি ২০ রমজানের পর শুরু হয়। শিশু থেকে শুরু করে বৃদ্ধ সব ধরনের মানুষের ব্যাগ পাওয়া যায়।

বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাচ্চা থেকে সব বয়সী মানুষ ব্যাগ ব্যবহার করে থাকে। তবে নারী ও মধ্যবয়সীরা ব্যাগ বেশি ব্যবহার করে। তারা হ্যান্ড ব্যাগ, কাঁধ ব্যাগ, অফিস ব্যাগ, ট্রলি ব্যাগ ব্যবহার করে থাকে। চামড়া ও কাপড়ের তৈরি ব্যাগের চাহিদা বেশি। ঈদে কাঁধ ব্যাগ ও ট্রলির ব্যবহার বেশি। নারী পুরুষ উভয়েরই প্রথম পছন্দ থাকে বেদেশি ব্যাগ। বিশেষ করে চীন থেকে আমদানি করা ব্যাগ।

বাজারে এসেছে মনোহরি অনেক ব্যাগ। ছবি: প্রতিবেদক

ব্যাগের বাজারদর এবার ঊর্ধ্বমুখী। ব্যাগ ভেদে গতবারের তুলনায় দাম বেড়েছে ৫০০ থেকে ১০০০ টাকার মতো। ফলে কমেছে বিক্রি। বাচ্চাদের ব্যাগ ভেদে দাম ৪০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। লেডিস ব্যাগের ক্ষেত্রে দেশির চেয়ে বিদেশিগুলোর দাম বেশি। বিদেশি ব্যাগের মধ্যে বড় অংশ চাইনিজ ব্যাগের দখলে। চাইনিজ ব্যাগের দাম ১৮০০ টাকা ৫০০০ টাকা পর্যন্ত। আর দেশি ব্যাগের দাম ৯০০ থেকে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত।

দাম বাড়তি হলেও ক্রেতাদের আকর্ষণ চাইনিজ ব্যাগে। নিউমার্কেটে ব্যাগ কিনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী অর্পিতা হক। বিদেশি আইটেমের কাঁধ ব্যাগ নিয়েছেন তিনি। বলেন, ‘তুলনামূলক দাম বেশি হলেও চাইনিজ ব্যাগগুলো বেশিদিন টেকে। ব্যাগ তো আর প্রতিদিন কেনা যায় না। দেখা যায় একটা ব্যাগ কিনলে ২/৩ বছর চলে যায়। আর দেশি ব্যাগগুলোর সেলাই ভালো হয় না। কয়েকদিন পর ছিঁড়ে যায়।’

ব্যাগ গোছাচ্ছেন একজন কর্মচারী। ছবি: প্রতিবেদক

নিউমার্কেটে প্রেসিডেন্ট ব্যাগের অনেক পরিবেশক রয়েছে। তেমনি একটি পরিবেশক-স্টোরের ইনচার্জ মো. জহিরুল ইসলাম বলেন, ‘মানুষ জামা কাপড় কেনার পর সাধারণত ব্যাগ কেনে। ব্যাগের বাজার ২০ রোজার পর শুরু হয়। ব্যাগ তো সবসময় বিক্রি হয় না, কারণ একটা ব্যাগ কিনলে অনায়াসে ২-৩ বছর চলে যায়। আমাদের এখানে ২০০ থেকে ৫০০ আইটেমের ব্যাগ পাওয়া যায়। দেশি আইটেমের চেয়ে চাইনিজ ব্যাগের চাহিদা বেশি। দেশি যে ব্যাগ পাওয়া যায় তার মধ্যে লেদার কিছু থাকে। ঈদ কেন্দ্রিক কাঁধ ও ট্রাভেল ব্যাগ বেশি বিক্রি হয়। লেডিস আইটেমও অল্প কিছু বিক্রি হয়।’

বিদেশি ব্যাগে কেন বেশি আগ্রহ ক্রেতাদের, এমন প্রশ্নের জবাবে জহিরুল ইসলাম বলেন, ‘বিদেশি ব্যাগগুলোর সেলাই ও কোয়ালিটি তুলনামূলক ভালো। স্টাইলও নতুন নতুন হওয়ায় আগ্রহটা বেশি। তবে লেদার ব্যাগের মধ্যে অনেক ভালো মানের দেশি ব্যাগ পাওয়া যায়।’

বাজারে এসেছে মনোহরি অনেক ব্যাগ। ছবি: প্রতিবেদক

ব্যাগের বাজার নিয়ে কথা হয় নিউমার্কেটের খুচরা দোকান ইয়ুথফুল লেদার স্টোরের বিক্রেতা শাকিল আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের কাস্টমার অল্প আয়ের মানুষ ও শিক্ষার্থীরা। আগের বছরের চেয়ে ব্যাগের বাজার বেশি হওয়ায় কাস্টমার (ক্রেতা) কমেছে। আমরা দেশি ও বিদেশি ব্যাগ বেচি (বিক্রি করা)। ব্যাগ ভেদে দাম বেড়েছে প্রায় ৪০০-৫০০ টাকা। বিদেশি ব্যাগে তুলনামূলক দাম বেশি বেড়েছে।’

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
গুলিস্তানে দুই জনের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী দেশের পথে
প্রধানমন্ত্রী দেশের পথে
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ